পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

20 বছর জেল খাটার পর জামিনে মুক্ত সাজাপ্রাপ্ত অপরাধী - Presidency Jail

1999 সাল থেকে জেলে ৷ বার বার আবেদন করেও মেলেনি জামিন ৷ অবশেষে প্রেসিডেন্সি জেলের সুপারের রিপোর্টে ভিত্তি করে বিজয় দাসকে জামিনে মুক্তির নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট ৷

কলকাতা হাইকোর্ট

By

Published : Jul 31, 2019, 7:15 PM IST

Updated : Jul 31, 2019, 9:31 PM IST

কলকাতা, 31 জুলাই : 20 বছর জেলখাটা এক অভিযুক্তর জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট ৷ আলিপুর আদালতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিজয় দাসকে জামিনে মুক্তির নির্দেশ দেন প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণণ ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ।

ডাকাতি ও খুনের অভিযোগে বিজয় দাসকে 2005 সালে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আলিপুর আদালত । তখন তার বয়স ছিল 22 বছর ৷ মূল অভিযোগ ছিল, বড়বাজারের এক ব্যবসায়ীর ছেলের গাড়িতে বিজয় দাস ও আরও চারজন হামলা করে । গাড়িতে দুটো জুয়েলারি বক্স ও কিছু নগদ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা । তাঁরা যখন বাড়ির কাছাকাছি চলে এসেছেন সেই সময় গাড়ি ঘিরে ধরে বিজয় ও তাঁর সঙ্গীরা ৷ ওই ব্যবসায়ীর ছেলের কাছ থেকে টাকা এবং সোনা ছিনিয়ে নেয় বিজয়রা ।

পাশাপাশি গাড়ির ড্রাইভারকে গুলি করা হয়, ঘটনাস্থানেই তাঁর মৃত্যু হয় । ব্যবসায়ীর ছেলের শরীরের নিম্নাংশে গুলি লাগে । তিনি ভাগ্যক্রমে বেঁচে যান৷ এই ঘটনায় আলিপুর আদালত 2005 সালে চারজনকে বেকসুর খালাস করে দেয় । এদিকে বিজয় দাসকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয় । এরপর 2006 সালে বিজয় দাস হাইকোর্টে আবেদন করে । সেই থেকে মামলার শুনানি চলছিল । মাঝে ঠিক মতো শুনানিও হচ্ছিল না ।

14 বছর জেল খাটার পর বিজয় দাস আবার তাঁর মামলা পুনর্বিবেচনার আবেদন জানান । কিন্ত রাজ্য সরকার সেই আবেদন খারিজ করে দেয় । এরপর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে । প্রধান বিচারপতি প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চেয়ে পাঠান । সেই রিপোর্টের ভিত্তিতেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আজ বিজয় দাসকে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছে । তবে মামলা চলবে ৷

আজ হাইকোর্টের নির্দেশের পর বিজয় দাসের আইনজীবী রাজদীপ মজুমদার জানান, "প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের কাছে যে রিপোর্ট চেয়েছিলেন প্রধান বিচারপতি, সেই রিপোর্টে বলা হয়েছে বিজয় দাস অত্যন্ত কর্মঠ লোক, তিনি জেলে অনেক কাজ করেছেন । তিনি বিশ্বাসযোগ্য ব্যাক্তি । এই রিপোর্টের ভিত্তিতেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আজ তাকে জামিন দেওয়ার নির্দেশ দেন ।"

Last Updated : Jul 31, 2019, 9:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details