কলকাতা, 25 ফেব্রুয়ারি : গঙ্গারঘাট থেকে উদ্ধার হল ব্যক্তির পচা-গলা মৃতদেহ ৷ ঘটনাটি বাগবাজার এলাকার ৷ মৃতদেহটির বুক থেকে পেট পর্যন্ত সেলাই করা রয়েছে ৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠনো হয়েছে ৷
বাগবাজারে গঙ্গার ঘাটের কাছ থেকে উদ্ধার ব্যক্তির মৃতদেহ - Dead body recover from ganga ghat
স্থানীয় বাসিন্দারা গঙ্গার ঘাটের কাছ থেকে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায় ৷ পুলিশের প্রাথমিকভাবে অনুমান, দিন চারেক আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে ৷ গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে ৷
আজ সকাল আটটা নাগাদ বাগবাজারের বিচালি ঘাটের কাছে একটি নগ্ন দেহ কাদার মধ্যে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা ৷ কিছুক্ষণের মধ্যেই এলাকায় জমে যায় ভিড় ৷ খবর দেওয়া হয় উত্তর বন্দর থানা এলাকায় ৷ ঘটনাস্থানে পৌঁছায় উত্তর বন্দর থানার পুলিশ ও রিভার ট্রাফিক পুলিশ ৷ তারা দেহটি উদ্ধার করে নিয়ে যায় ।
প্রাথমিকভাবে তদন্তকারীদের ধারণা অন্তত চারদিন আগে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির । পরে কাদার মধ্যে ভেসে এসেছে সেই দেহ । ওই দেহের বুক থেকে পেটের নিচ পর্যন্ত কেটে যেভাবে সেলাই করা হয়েছে তা নিয়ে তৈরি হয়েছে সন্দেহ ৷ তবে কেউ খুন করে দেহ লোপাটের জন্যই এই কাজ করেছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ ।