পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আজ থেকে শুরু 2014 সালের TET উত্তীর্ণদের নথি যাচাইয়ের আবেদন গ্রহণ

মুখ্যমন্ত্রীর ঘোষণার দুই সপ্তাহের মধ্যেই বিজ্ঞপ্তি জারি করে দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ । বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনলাইন আবেদনের জন্য 25 নভেম্বর, বুধবার থেকে পোর্টাল খোলা হবে । 1 ডিসেম্বর পর্যন্ত খোলা থাকবে পোর্টালটি । অনলাইন আবেদন করা যাবে www.wbbpe.org ওয়েবসাইটে ।

শুরু হল 2014 সালের TET উত্তীর্ণদের নথি যাচাইয়ের জন্য অনলাইন আবেদন গ্রহণ
শুরু হল 2014 সালের TET উত্তীর্ণদের নথি যাচাইয়ের জন্য অনলাইন আবেদন গ্রহণ

By

Published : Nov 25, 2020, 1:01 PM IST

কলকাতা, 25 নভেম্বর: প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেই সক্রিয় হল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ । সোমবার 2014 সালের টিচার্স এলিজিবিলিটি টেস্ট তথা TET-এ উত্তীর্ণ প্রার্থীদের নথি যাচাইয়ের জন্য অনলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু করার বিজ্ঞপ্তি জারি করা হয় পর্ষদের তরফে ।

2014 সালে 16 হাজার 500 শূন্যপদ পূরণের জন্য TET পরীক্ষা হয়েছিল । তাতে উত্তীর্ণ হয়েছিলেন 20 হাজার প্রার্থী । পরবর্তী ধাপে নথি যাচাই ও ইন্টারভিউ প্রক্রিয়া হওয়ার কথা থাকলেও দীর্ঘ সময় ধরে তা স্থগিত ছিল । অবশেষে মন্ত্রিসভায় এই বিষয়ে আলোচনার পর দুই সপ্তাহ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ডিসেম্বর থেকেই 2014-র TET উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে । ফেব্রুয়ারির মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেন । তিনি সেদিন আরও জানান, 16 হাজার 500 শূন্যপদে নিয়োগের পর, উত্তীর্ণ 20 হাজার প্রার্থীদের মধ্যে বাকিদের দফায় দফায় নিয়োগ করা হবে ।

মুখ্যমন্ত্রীর ঘোষণার দুই সপ্তাহের মধ্যেই বিজ্ঞপ্তি জারি করে দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ । বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনলাইন আবেদনের জন্য 25 নভেম্বর, বুধবার থেকে পোর্টাল খোলা হবে । 1 ডিসেম্বর পর্যন্ত খোলা থাকবে পোর্টালটি । অনলাইন আবেদন করা যাবে www.wbbpe.org ওয়েবসাইটে ।

এই তথ্যের পাশাপাশি TET উত্তীর্ণদের শিক্ষক পদে নিয়োগের জন্য ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন (NCTE) -এর গাইডলাইনও দিয়ে দেওয়া হয়েছে । প্রার্থীরা কীভাবে পোর্টালে গিয়ে নথি যাচাইয়ের জন্য অনলাইনে আবেদন করবেন তার পদ্ধতিও জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে । মুখ্যমন্ত্রী TET পরীক্ষায় উত্তীর্ণদের পাশাপাশি নতুন করে TET পরীক্ষা দিতে আগ্রহীদের জন্যেও সেদিন বড় ঘোষণা করেছিলেন। তিনি জানিয়েছিলেন, প্রাথমিক শিক্ষা পর্ষদকে পরবর্তী TET পরীক্ষা অফলাইনে নেওয়ার প্রক্রিয়া শুরুর ছাড়পত্র দেওয়া হয়েছে । COVID পরিস্থিতির কারণে এতদিন পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছিল না । প্রায় আড়াই লাখ যুবক-যুবতি সরকারের কাছে সেই পরীক্ষার আবেদন করেছে । মূলত এই কারণেই রাজ্য সরকার পুনরায় অফলাইনে TET পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details