কলকাতা, 19 নভেম্বর : ইতিমধ্যেই রাজ্যের একাধিক জ়োনের দায়িত্ব দেওয়া হয়েছে একাধিক কেন্দ্রীয় নেতার উপর । তাঁরা ইতিমধ্যেই রাজ্যে এসে বৈঠক শুরু করেছেন । অর্থাৎ 21-এর লড়াইয়ের জন্য পুরোদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে BJP নেতৃত্ব । আর 200 আসন জয়ের লক্ষ্যে অমিত শাহর "ফর্মুলা 23" মেনেই এগিয়ে চলেছে তারা ।
গতকাল কলকাতায় পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে বৈঠক করেন কলকাতা জ়োনের পর্যবেক্ষক দুষ্মন্ত গৌতম । বৈঠকে জেলার সাংগঠনিক অবস্থা নিয়ে বিস্তারিত রিপোর্ট নেন বলে সূত্রের খবর । সেই রিপোর্টই দিল্লিতে অমিত শাহর কাছে জমা দেবেন তিনি ।
অমিত শাহর এই 23 দফা ফর্মুলা ঠিক কী ?
1. BJP কার্যকর্তা, সমর্থক এবং জনগণ যাতে নমো অ্যাপ ডাউনলোড করে তা সুনিশ্চিত করতে হবে ।
2. মণ্ডলের সংগঠন তথা মোর্চার পদাধিকারীদের 5টি করে বুথের দায়িত্ব দেওয়া ।
3. সদস্য সংগ্রহ এবং সেই সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়মিতভাবে আপডেট করা ।
4. আগের দু'টি লোকসভা এবং বিধানসভা নির্বাচনের বুথ ভিত্তিক তথ্য সংগ্রহ করতে হবে ।
5. মণ্ডল স্তরে সমস্ত বুথকে A, B, C, D চারটি স্তরে ভাগ করতে হবে । D স্তরের দায়িত্ব নেবেন কার্যকর্তারা, C স্তরের দায়িত্ব নেবেন পদাধিকারীরা ।
6. ধাপে ধাপে সংগঠনকে মজবুত করে D স্তরের বুথগুলিকে C তে, C স্তরের বুথগুলিকে B স্তরে এবং B স্তরের বুথগুলিকে A স্তরে নিয়ে যেতে হবে ।
7. সামাজিক পরিকাঠামো বিবেচনা করে বুথ সমিতি গঠন করতে হবে ।
8. প্রতিটি বুথে 20 জন করে নতুন সদস্য নিয়োগ করতে হবে তফসিল জাতি, উপজাতি এবং অনুন্নত শ্রেণির মধ্যে থেকে (10 SC + 10 OBC / 10 ST+ 10 OBC) (চিঠি এবং মিসড কলের মাধ্যমে)
9. প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে পৃথক বৈঠক করতে হবে ।
10. সদস্যদের মধ্যে অন্তত 2-3 জন এমন সদস্য রাখতে হবে যারা বুথকে সক্রিয় রাখবে ।