কলকাতা, 13 অগাস্ট : কোরোনায় আক্রান্ত হয়ে সোমবার মৃত্যু হয় শ্যামনগরের এক চিকিৎসকের । ওই চিকিৎসকের চিকিৎসার খরচ হিসেবে 18 লাখ 34 হাজার টাকা বিল করেছিল বেসরকারি হাসপাতাল । এরপর বিল পুনর্বিবেচনার জন্য বুধবার হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেন ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC)-এর চেয়ারপার্সন জাস্টিস অসীমকুমার বন্দ্যোপাধ্যায় । বিল পুনর্বিবেচনা করা হবে বলে গতকালই জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ । সেই মতো আজ 3 লাখ 60 হাজার টাকা কম করে মোট 14 লাখ 74 হাজার 952 টাকা বিল করা হয় ৷
গতকাল অসীমকুমার বন্দোপাধ্যায় বলেছিলেন, ‘‘শ্যামনগরের চিকিৎসকের মৃত্যুতে আমরা শোকাহত । সোশাল মিডিয়ায় একটি পোস্ট থেকে দেখতে পাই যে চিকিৎসার জন্য 18 লাখ 34 হাজার টাকার মতো বিল হয়েছে । এই বিলটি আবার রিভিউ করার জন্য ওই হাসপাতালকে অনুরোধ জানিয়েছি ।’’ তাঁর অনুরোধের পর হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি দেখে বিলটি পুনর্বিবেচনা করার আশ্বাস দেয় ৷ সেইমতো আজ বিল কমানোর কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ ।