কলকাতা, 17 জুলাই : আরও বাড়ল কলকাতা থেকে দেশের 6 শহরের উড়ান পরিষেবা বাতিলের মেয়াদ ৷ দিল্লি, মুম্বই, চেন্নাই, পুনে, নাগপুর, আহমেদাবাদ থেকে কলকাতাগামী সমস্ত উড়ান আগামী 31 জুলাই পর্যান্ত বাতিলের সিদ্ধান্ত নিল বিমানবন্দর কর্তৃপক্ষ । প্রথমে 6 থেকে 19 জুলাই পর্যন্ত এই শহরগুলি থেকে কলকাতা বিমানবন্দরে কোনও বিমান নামবে না বলে জানিয়েছিল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া । সেই মেয়াদ বাড়ানো হল 31 জুলাই পর্যন্ত ৷ একই সঙ্গে এই শহরগুলির উদ্দেশে কোনও বিমান উড়বে না বলেও জানিয়েছে AAI । বিষয়টি জানিয়ে আজ টুইট করেছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ ।
রাজ্যে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । প্রতিদিনই রেকর্ড হারে ছড়াচ্ছে সংক্রমণ । এই পরিস্থিতিতে দেশের সর্বোচ্চ সংক্রমিত এলাকা থেকে রাজ্যে কোনও বিমান প্রবেশ না করার কথা বলা হয় । 6 জুলাই থেকে দেশের মোট আটটি রাজ্য থেকে বিমান যেন পশ্চিমবঙ্গে না ঢোকে, এই দাবি নিয়ে রাজ্য সরকারের তরফে চিঠি পাঠানো হয় কেন্দ্রে । আবেদনে দিল্লি, মুম্বই, পুনে, নাগপুর, চেন্নাই, ইন্দোর, আহমেদাবাদ ও সুরাত এই আটটি শহর থেকে আসা বিমান যাতে রাজ্যে প্রবেশ না করে তার আবেদন জানানো হয় । আবেদনে সাড়া দেয় কেন্দ্রীয় সরকার ৷ তারপরই কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি জানিয়ে দেয় । আজ সেই মেয়াদ আরও বাড়ানো হল ৷