কলকাতা, 18 মার্চ:স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকা চেয়ে রাজ্য সরকারকে চিঠি দিল বেসরকারি হাসপাতালগুলি ৷ এই চিঠিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, পরিষেবা দেওয়ার 20 দিনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে টাকা মেটাতে হবে ৷ অথচ 3 মাস হয়ে গেলেও টাকা পাওয়া যাচ্ছে না । এতে বেসরকারি হাসপাতালগুলি আর্থিক সংকটের মধ্যে পড়েছে ।
আরও পড়ুন: নেই স্বাস্থ্যসাথী কার্ড, তাও অস্ত্রোপচারের নামে কাটা হল টাকা
প্রসঙ্গত, রাজ্যের বেসরকারি হাসপাতালগুলির তরফ থেকে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকে পূর্ব ভারতীয় বেসরকারি হাসপাতালগুলোর সংগঠনের তরফ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে চলতি মাসের ১৪ তারিখ । চিঠিতে সংগঠনের তরফ থেকে বলা হয়েছে, স্বাস্থ্যসাথী প্রকল্পের বকেয়া বিলের অঙ্ক একটা বড়সড় জায়গায় পৌঁছে গিয়েছে । প্রকল্প চালু করার সময় বলা হয়েছিল, পরিষেবা দেওয়ার 20 দিনের মধ্যেই বিল মিটিয়ে দেওয়া হবে । কিন্তু বর্তমানে 20 দিনের পরিবর্তে 3 মাস হয়ে গেলেও টাকা পাচ্ছে না বেসরকারি হাসপাতালগুলি ৷ বেসরকারি হাসপাতালগুলির সংগঠনের তরফ থেকে বলা হয়েছে, এভাবে চলতে থাকলে আগামী দিনে স্বাস্থ্যসাথী প্রকল্পে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া তাদের পক্ষে সম্ভব হবে না ।
সূত্রের খবর, স্বাস্থ্যসাথী প্রকল্পে বেসরকারি হাসপাতালগুলো সরকারের কাছে বকেয়া রয়েছে 130 কোটি টাকা । আর সে কারণেই এই বিষয়ে রাজ্য সরকারের হস্তক্ষেপ চাইছে তারা । প্রসঙ্গত, রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প স্বাস্থ্যসাথী। বেসরকারি হাসপাতালগুলি হাতগুটিয়ে নিলে এই প্রকল্প প্রবল সংকটের মুখে পড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল । এমনিতেই অধিকাংশ বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী পরিষেবা দিতে চায় না (Swastha sathi Project)।