পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স, প্রাণ গেল কোরোনা রোগীর - কোরোনা রোগী

কাকদ্বীপ হাসপাতাল থেকে জোকা ESI হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল কোরোনা আক্রান্ত রোগীকে । আজ সকালেই তার পজেটিভ রিপোর্ট আসে । তারপরেই ভগবতী ঘরামী নামে ওই বৃদ্ধাকে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয় । ভগবতী দেবীর বয়স 80 বছর ।

দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স
দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স

By

Published : Nov 2, 2020, 10:43 PM IST

কলকাতা, 2 নভেম্বর : 117 নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা । সেই দুর্ঘটনায় প্রাণ গেল কোভিড 19 রোগীর । ঘটনাস্থল বিষ্ণুপুরের 2 নম্বর ষষ্ঠীতলা ।

কাকদ্বীপ হাসপাতাল থেকে জোকা ESI হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল কোরোনা আক্রান্ত রোগীকে । আজ সকালেই তার পজেটিভ রিপোর্ট আসে । তারপরেই ভগবতী ঘরামী নামে ওই বৃদ্ধাকে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয় । ভগবতী দেবীর বয়স 80 বছর । তাঁর বাড়ি কাকদ্বীপের কোস্টাল থানার সিতারামপুরে । ছেলে দিলীপ ঘরামী জানান তাঁর অবস্থার অবনতি হলে শুক্রবার কাকদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । আজ কোরোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসায় তাকে জোকা ESI হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা । তারপর সরকারি অ্যাম্বুলেন্সে তাকে আনা হচ্ছিল জোকায় । সেই অ্যাম্বুলেন্সে ভগবতী দেবীর পুত্র ও পুত্রবধু, নাতনি সহ পরিবারের অনেকেই ছিলেন । দুর্ঘটনার কবলে পড়েন তাঁরাও ।

দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স, প্রাণ গেল কোরোনা রোগীর

মৃতার নাতনি মিঠু ঘরামি বলেন,“ দু'নম্বর ষষ্ঠীতলার কাছে জাতীয় সড়ক লাগোয়া নয়নজুলিতে পড়ে যায় অ্যাম্বুলেন্স । জাতীয় সড়কে একটি বাস পেছন থেকে ধাক্কা মারে । আমরা সবাই কোনরকমে বেরিয়ে আসি অ্যাম্বুলেন্স থেকে । কিন্তু ঠাকুমাকে বের করা যায়নি । তাতেই মৃত্যু হয় ঠাকুরমার ।" এই দুর্ঘটনায় আহত হয়েছেন অ্যাম্বুলেন্স চালকও ।

ABOUT THE AUTHOR

...view details