কলকাতা, 27 জানুয়ারি : বেড নেই বলে পথ দুর্ঘটনায় আহত ব্যক্তিকে ভরতি না নেওয়ার অভিযোগ উঠল এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে। কলকাতার আরও দুটি হাসপাতালেও ওই আহত ব্যক্তিকে ভরতি নেওয়া হয়নি বলে অভিযোগ । অবশেষে, রাতভর হাসপাতাল চত্বরে কাটানোর পরে আজ সকালে এসএসকেএম হাসপাতালে ভরতি করা হয় তাঁকে । আহত ব্যক্তির নাম রতনচন্দ্র শীল ৷ শিলিগুড়ির বাসিন্দা।
জানা গিয়েছে, গত 22 জানুয়ারি পথদুর্ঘটনায় গুরুতর জখম হন তিনি। এর পরই তাঁকে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে । তবে, যথাযথ চিকিৎসার প্রয়োজনে তাঁকে রেফার করা হয় এসএসকেএম হাসপাতালে। অভিযোগ, গতকাল তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় ৷ কিন্তু বেড না থাকার কথা বলে তাঁকে ভরতি নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ । সেখান থেকে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় রতনবাবুকে । তবে ওই দুই হাসপাতালেও রোগীকে ভরতি না নেওয়ার অভিযোগ উঠেছে । পরিজনরা এর পরে রোগীকে নিয়ে ফিরে আসে এসএসকেএম হাসপাতালে। ঠান্ডার মধ্যেই গতকাল এসএসকেএম হাসপাতাল চত্বরে রাত কাটান রতনবাবু ও তাঁর পরিজনেরা ।