পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WB Govt Employees DA: সরকার আলোচনায় না বসলে আরও তীব্র আন্দোলনের হুঁশিয়ারি কর্মীদের - ডিএ নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে সরকারকে কথা বলতে

রাজ্য়ের প্রায় সবকটি সরকারি দফতরে বৃহস্পিবার কর্মবিরতি পালিত হয়েছে ৷ মহার্ঘ ভাতার দাবিতে এদিনই সুর চড়িয়ে তীব্র আন্দোলনে যাওয়ার কথা ঘোষণা করল রাজ্য় সরকারি কর্মী এবং আন্দোলনকারী সরকারি কর্মীদের মঞ্চ ৷

Etv Bharat
বৃহস্পিবার পালিত হল কর্মবিরতি

By

Published : Apr 7, 2023, 7:02 AM IST

কলকাতা, 7 এপ্রিল: মহার্ঘ্য ভাতার দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছেন রাজ্য় সরকারি কর্মীরা ৷ বৃহস্পতিবার বিভিন্ন দফতরে দিনভর অবস্থান বিক্ষোভ করলেন রাজ্যের সরকারি কর্মীরা। তবে আগামী দিনে এই আন্দোলনের তীব্রতা যে বাড়বে তা আরও একবার এদিন স্পষ্ট করে দিয়েছেন সরকারি কর্মীরা ৷ অন্যদিকে, এদিনই ডিএ নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে সরকারকে কথা বলতে বলেছে কলকাতা হাইকোর্ট ৷

রেড রোডের ধরনা মঞ্চ থেকে ডিএ-র দাবিতে আন্দোলনকারীদের "চোর-ডাকাত" বলে আক্রমণ করেছিলেন মুখমন্ত্রী। তার জেরেই এদিন কর্মবিরতির ডাক দিয়েছিলেন আন্দোলনকারী সরকারি কর্মীরা ৷ রাজ্য় সরকারের প্রায় সব অফিসেই দেখা গেল কর্মবিরতির ছবি। সমস্ত দফতরেই মিটিং মিছিল করতে দেখা গিয়েছে তাঁদের।

সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এদিন পালিত হয় কর্মবিরতি। জেলার পাশাপাশি কলকাতাতেও পালিত হয়েছে এই কর্মবিরতি। তবে জরুরি পরিষেবাকে কর্মবিরতির আওতার বাইরে রেখেছিলেন আন্দোলনকারী সরকারি কর্মীরা। এ বিষয় সংগ্রামী যৌথ মঞ্চের এক আন্দোলনকারী আনন্দ হালদার বলেন, "মুখমন্ত্রী যতদিন না নিজের কথা ফিরিয়ে নেবেন ততদিন আমাদের আন্দোলন এইভাবে জারি থাকবে। সব সরকারি দফতরেই মিছিল হয়েছে। কাজকর্ম সব স্তব্ধ হয়ে গিয়েছিল।"

অন্যদিকে, আজ কলকাতা হাইকোর্টেও ডিএ-র বিষয় উঠেছিল। সেই মামলার শুনানিতে রাজ্য় সরকারের তরফে জানানো হয়, সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধির সঙ্গে বসে কথা বলতে চায় তারা। তবে সে ক্ষেত্রে সংগ্রামী যৌথ মঞ্চের 3 জন প্রতিনিধির সঙ্গে কথা বলা যাবে ৷ আগামী 17 এপ্রিলের মধ্যে আন্দোলনকারীদের সঙ্গে বসতে হবে বলে জানিয়েছে হাইকোর্ট।

আরও পড়ুন: এলাকা পরিদর্শনে এসে রাস্তার ধারে দোকানে ছাতু খেলেন রাজ্য়পাল, আপ্লুত ব্যবসায়ী

সেই বিষয় আরও এক আন্দোলনকারী চন্দন চট্টোপাধ্যায় জানান,"আমাদের 10-11 তারিখ দিল্লিতে ধর্ণা হবে। তবে হাইকোর্ট থেকে 17 এপ্রিলের মধ্যে মধস্ততা করতে বলেছে। আমরা আশাবাদী যে সরকার আমাদের সঙ্গে কথা বলবে। তবে যদি না-হয় তাহলে আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে।" এদিকে আগামী 10 এবং 11 তারিখ দিল্লিতে যন্তর মন্তরের সামনে ধর্ণায় বসার কথা সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের। 500 জন আন্দোলনকারী দিল্লিতে গিয়ে ধর্ণা দেবেন বলে জানা গিয়েছে। সেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করবেন তাঁরা। এরই সঙ্গে তাঁরা দেখা করবেন রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির সঙ্গেও। কেন্দ্রীয় হারে মহার্ঘ্য ভাতার পাশাপাশি তাঁরা রাজ্যে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবিও তারা তুলেছেন। যতদিন তাদের দাবি মানা হচ্ছে ততদিন তাঁরা রাস্তায় বলে জানিয়েছেন। তবে এর জেরে বার বার সরকারের পক্ষ থেকে বিভিন্ন নির্দেশিকা আসছে। কিন্তু তাতে লক্ষ না করে নিজেদের দাবিতে অটল সংগ্রামী যৌথ মঞ্চ।

ABOUT THE AUTHOR

...view details