কলকাতা, 7 এপ্রিল: রাজ্যে অ্যাপ ক্যাব সংস্থাগুলির উপরে রাশ টানতে রাজ্য সরকার যে 'এগ্রিগেটর আইন'-এর কথা ঘোষণা করেছিল, অবশেষে তা কার্যকর হতে পারে আগামী 3 মে থেকে (aggregator law may take effect on May 3)। অ্যাপ ক্যাব সংস্থাগুলি যাত্রীদের থেকে যাতে ইচ্ছেমতো ভাড়া না নিতে পারে সেই কারণে ইতিমধ্যেই এগ্রিগেটর আইন এনেছে রাজ্য পরিবহণ দফতর। তবে তা এখনও চালু হয়নি রাজ্যে। ফলে যাত্রী এবং অ্যাপ ক্যাব মালিক ও চালক উভয়েই ধোঁয়াশার মধ্যে ছিলেন। অবশেষে আগামী 3 মে সেই আইন বলবৎ করা হবে, এমনটাই জানিয়েছেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম।
বুধবার সংস্থার প্রতিনিধি-সহ 5টি অ্যাপ ক্যাব সংগঠনের সঙ্গে বৈঠক করেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম ও পরিবহণ সচিব রাজেশ কুমার সিনহা। মূলত নতুন যে এগ্রিগেটর আইন আনা হয়েছে, সেই আইনটিকে ঘিরেই আলোচনা চলে। বর্ধিত ভাড়া নেওয়ার কারণ হিসেবে পেট্রোপণ্যের অত্যাধিক মূল্য বৃদ্ধিকে সামনে আনে ক্যাব সংস্থা। তবে মালিক সংগঠনগুলি পাল্টা বলে, সম্প্রতি যে অ্যাপ ক্যাবের বেস ফেয়ার বাড়ানো হয়েছে, তাতে আখেরে আর্থিক মুনাফা হবে সংস্থারই । কারণ বারবার বলা সত্ত্বেও সংস্থা কমিশনের অঙ্ক বাড়াচ্ছে না। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, এগ্রিগেটের আইন অনুসারে ভাড়ার 80 শতাংশ টাকা মালিকপক্ষকে দিতে হবে। এছাড়াও তাঁদের দাবি, রাজ্য সরকারকেই ভাড়া বেঁধে দিতে হবে।