কলকাতা, 30 জুলাই: তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের সঙ্গে সরাসরি কথা বলার দাবিতে তাঁর ক্যামাক স্ট্রিটের অফিসের সামনে শান্তিপূর্ণ অবস্থান করছিলেন 60 জন প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থী ৷ শুক্রবার দুপুর থেকে নিজেদের মতো অপেক্ষা করেছিলেন বিক্ষোভকারীরা ৷ গতকাল এই ক্যামাক স্ট্রিটের অফিসেই প্রায় দেড় ঘণ্টা বৈঠক হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এসএলএসটি কর্মশিক্ষা, শরীরশিক্ষা চাকরিপ্রার্থীদের ৷ প্রাথমিকের চাকরিপ্রার্থীরাও সেই আশাতেই ছিলেন ৷ কিন্তু কথা তো দূর, দেখাও পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ বলা হয়েছিল, তৃণমূল নেতার প্রতিনিধি দল কথা বলবে ৷ তাতে রাজি হননি বিক্ষোভকারীরা ৷ তাঁরা তৃণমূল সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলার দাবিতে অনড় ছিলেন (Primary TET candidates detained as they demonstrated infront of Abhishek Banerjee Camac Street Office) ৷
সূত্রে জানা গিয়েছে, রাতভর বিক্ষোভের জেরে অনেকে অসুস্থ হয়ে পড়েন ৷ সকালে তাঁদের প্রথমে এই অবস্থান তুলে নেওয়ার অনুরোধ জানানো হয় ৷ কিন্তু তাতে রাজি হননি আন্দোলনকারীরা ৷ পুলিশ তাঁদের জানায়, এই জায়গাটি সরকারি ৷ এখানে এভাবে বসে থাকার অনুমতি নেই ৷ সে কথায় কান না দেওয়ায় শেষমেশ 7-8টি পুলিশ ভ্যান হাজির হয় ক্যামাক স্ট্রিটে ৷ প্রায় 60 জনকে আটক করে লালবাজারে নিয়ে যায় পুলিশ ৷