কলকাতা, 7 জুন:আদালতের হস্তক্ষেপে প্রায় 10 বছর পর চাকরি পেতে চলেছেন মুর্শিদাবাদের বাসিন্দা আমনা পারভিন । কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, 2020-র প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় মামলাকারীর ইন্টারভিউ নিতে হবে । পাশাপাশি, প্রাথমিক শিক্ষা পর্ষদকে 50 হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত । তার মধ্যে 10 হাজার টাকা দিতে হবে মামলাকারীকে । আর 40 হাজার টাকা জামা দিতে হবে আদালতে । গোটা ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ।
2014 সালের টেট-এ পাশ না করতে পেরে, আরটিআই করেছিলেন মামলাকারী । পরে তিনি জানতে পারেন, ওই বছরের পরীক্ষায় 6টি প্রশ্ন ভুল ছিল । এই নিয়ে আদালতে মামলা দায়ের করলে, আদালত নির্দেশ দেয় 6 নম্বর দিতে হবে মামলাকারীকে । আর এই নম্বর বৃদ্ধি পাওয়ার পর পাশ করে গেলে তাঁকে দিতে হবে চাকরি । কিন্তু 82 নম্বর পেয়ে পাশ করে গেলেও চাকরি না পেয়ে ফের আদালতের দারস্থ হন মামলাকারী । সেই মামলাতেই আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর ইন্টারভিউ নিয়ে তাঁকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছেন ।