কলকাতা, 21 মার্চ: দুর্নীতির দায় মাথায় নিয়ে যাঁরা চাকরি খুইয়েছেন, এবার পালটা আদালতের দ্বারস্থ হলেন তাঁরাই ! নিয়োগ দুর্নীতি কাণ্ডে (WB Recruitment Scam) প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত হয়ে চাকরি হারাতে হয়েছে 842 জন গ্রুপ সি কর্মীকে ৷ সেই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করলেন চাকরিহারারা ৷ প্রশ্ন তুললেন সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া এবং আদালতে পেশ করা তাদের তথ্যপ্রমাণের গ্রহণযোগ্যতা নিয়ে ! মঙ্গলবার বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে (Division Bench) এই মামলার শুনানি হয় ৷
এদিনের শুনানিতে চাকরিহারারা নিজেদের অসহায়তার কথা তুলে ধরেন ৷ তাঁদের বক্তব্য, চাকরি হারিয়ে সংসার চালানোই দায় হয়ে দাঁড়িয়েছে ৷ তাই তাঁদেরও জেলে ভরে দেওয়া হোক ! তাতে অন্তত উপোস করে মরতে হবে না ! যেহেতু এই মামলায় মন্ত্রী, আধিকারিকরাও জেলে রয়েছেন, তাই তাঁরাও জেলে যেতে প্রস্তুত বলে জানিয়েছেন চাকরিহারা মামলাকারীরা !
মামলাকারীদের আইনজীবীরা বলেন, তাঁদের বিরুদ্ধে প্রমাণ হিসাবে আদালতে ওএমআর শিট জমা করা হয়েছে ৷ সেই ওএমআর শিট দেখিয়ে সিবিআই দাবি করেছে, বেআইনিভাবে পরীক্ষায় প্রাপ্ত নম্বর বাড়িয়ে অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে ৷ চাকরিহারাদের প্রশ্ন, সিবিআইয়ের পেশ করা এই ওমআরশিট যে প্রযুক্তি ব্যবহার করে বিকৃত করা হয়নি, তার নিশ্চয়তা কী ? কারণ, এই ওএমআর শিট নাইসার দফতর থেকে পাওয়া যায়নি ৷ তা বাজেয়াপ্ত করা হয়েছে সংস্থার এক প্রাক্তন কর্মীর বাড়ি থেকে ! তাহলে এগুলি যে আসল, তা কীভাবে প্রমাণিত হল ?