কলকাতা, 23 মার্চ:অতর্কিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করলেন স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীরা । তাঁরা প্রত্যেকেই নবম থেকে দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষকের ওয়েটিং লিস্টে রয়েছেন । রাস্তাতেই বসে-শুয়ে পথ অবরোধ করে স্লোগান তুলে বিক্ষোভ দেখান তাঁরা । যদিও 10 মিনিট রাস্তা অবরুদ্ধ করে বিক্ষোভ চলার পরেই পুলিশ এসে তাঁদের আটক করে গাড়িতে তুলে নিয়ে চলে যায় । কেউ নিজে থেকে উঠতে না চাইলে তাঁদের জোর করে তুলতেও দেখা যায় পুলিশকে । কাউকে টেনে হিঁচড়ে, কাউকে পাঁজাকোলা করে তুলে নিয়ে যায় পুলিশ । ফলে উত্তেজনা ছড়ায় মুখ্যমন্ত্রীর বাড়ির সাামনে ৷
পরিকল্পনা আগে থেকেই ছিল । কিন্তু, ঘুণাক্ষরেও তা জানতে দেননি তাঁরা পুলিশকে । সেই পরিকল্পনা অনুযায়ী এদিন বিকেল চারটের সময় হঠাৎ কেওড়াতলা শ্মশানের দিক থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে ধেয়ে আসেন এসএসসি চাকরিপ্রার্থীরা । উপস্থিত থাকা পুলিশরা সঙ্গে সঙ্গে বাধা দেয় বিক্ষোভকারীদের । বাধা পেয়ে মুখ্যমন্ত্রীর বাড়ি অব্দি পৌঁছাতে না পেরে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছের মেন রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন হবু শিক্ষক-শিক্ষিকারা । দাবি লেখা প্ল্যাকার্ড ও থালা হাতে রাস্তায় শুয়ে পড়েন তাঁরা ৷
নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ওয়েটিং লিস্টে থাকা প্রার্থী তৃণা হালদার বলেন, "মুখ্যমন্ত্রী বারংবার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন । কিন্তু, তিনি তাঁর দেওয়া প্রতিশ্রুতি পূরণ করছেন না । তাঁর দেওয়া প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেওয়ার জন্য আমরা আবার তাঁর দুয়ারে এসেছি । আমাদের একটাই দাবি, নবম থেকে দ্বাদশের সকল ওয়েটিংদের চাকরি সুনিশ্চিত করতে হবে ।"