কলকাতা, 29 মে: তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ । তার জেরে উত্তপ্ত হয়ে উঠল নিউ আলিপুর এলাকা । সংঘর্ষের জেরে জখম হয়েছেন এক মহিলা সহ দু'জন । বিষয়টি নিয়ে দু'পক্ষই অভিযোগ জানিয়েছে নিউ আলিপুর থানায় ।
রাতের কলকাতায় রণক্ষেত্র নিউ আলিপুর, জুঁই-শোভনদেব গোষ্ঠীর মধ্যে প্রবল অশান্তি
কিশোরীকে কুমন্তব্য করার সূত্র ধরে নীল মালাকার এবং তানিয়া পাল নামে দুই মহিলা রাতে মাঝেরহাট কলোনিতে যান । সেখানে একপ্রস্থ অশান্তি হয় । নীল এবং তানিয়া এলাকায় শোভনদেবের অনুগামী হিসেবে পরিচিত । সেই সময় জুঁই বিশ্বাসের অনুগামীরা তাদের গাড়িতে ভাঙচুর চালায় ।
নিউ আলিপুর থানা এলাকায় রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের অনুগামীদের সঙ্গে মন্ত্রী অরূপ বিশ্বাসের আত্মীয়, কাউন্সিলর জুঁই বিশ্বাসের অনুগামীদের চাপা রেষারেষি রয়েছে । বৃহস্পতিবার রাতে এক কিশোরীকে কুমন্তব্য করা ও গাড়ি ভাঙচুরকে কেন্দ্র করে সমস্যার সূত্রপাত । অভিযোগ, কিশোরীকে কুমন্তব্য করার সূত্র ধরে নীল মালাকার এবং তানিয়া পাল নামে দুই মহিলা রাতে মাঝেরহাট কলোনিতে যান । সেখানে একপ্রস্থ অশান্তি হয় । নীল এবং তানিয়া এলাকায় শোভনদেবের অনুগামী হিসেবে পরিচিত । সেই সময় জুঁই বিশ্বাসের অনুগামীরা তাদের গাড়িতে ভাঙচুর চালায় । এই বিষয়ে নিউ আলিপুর থানায় অভিযোগ জানাতে গেলে ঘটনা বড় আকার ধারণ করে । যদিও জুঁই বিশ্বাসের অনুগামীদের দাবি, হামলা চালিয়েছে খোদ অভিযোগকারীরাই । ঝামেলার মধ্যে তিনটি গাড়িতে আগুন দেওয়া হয় । দু'পক্ষের মধ্যে হয় প্রবল হাতাহাতি ।
অভিযোগ, নিউ আলিপুর থানার সামনেই এক মহিলাকে প্রচন্ড মারধর করা হয় । এই নিয়ে কলোনির বাসিন্দারা থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন । গভীর রাত পর্যন্ত চলে সেই বিক্ষোভ । পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ঘটনার জেরে আজ সকাল থেকেও গোটা এলাকা থমথমে ।