কলকাতা, 19 ফেব্রুয়য়ারি : পোস্তা ব্রিজের ভবিষ্যৎ ঠিক করবে কোন সংস্থা, তা নিয়ে আগেই টেন্ডার ডেকেছিল KMDA । আজ সেই টেন্ডার চূড়ান্ত করা হয়েছে। এ কথা জানালেন মেয়র ফিরহাদ হাকিম ।
পোস্তা ব্রিজের ভবিষ্যৎ ঠিক করবে কোন সংস্থা ? চূড়ান্ত টেন্ডার - পোস্তা ব্রিজ
আজ পোস্তা ব্রিজের টেন্ডার চূড়ান্ত করা হল । টেন্ডার দেওয়া হয়েছে জাতীয় স্তরের একটি বেসরকারি সংস্থাকে ।
জাতীয় স্তরের একটি বেসরকারি সংস্থাকে টেন্ডার দেওয়া হয়েছে । পোস্তা ব্রিজ ভেঙে ফেলা ফেলা হবে না পুনরায় তৈরি করা হবে? সেটিই খতিয়ে দেখবে এই বেসরকারি সংস্থা । মেয়র ফিরহাদ হাকিম আরও বলেন, "এই ধরনের কাজ করার পূর্ব অভিজ্ঞতা যাদের রয়েছে , তাদের দিয়েই ভিজ়িবিলিটি টেস্ট করানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
মেয়র জানিয়েছেন, করুণাময়ী ব্রিজ দিয়ে যান চলাচলে আর কোনও বাধা থাকছে না । কেন্দ্রীয় সংস্থা RITES ব্রিজটির পর্যবেক্ষণ করে রিপোর্ট জমা দিয়েছে । সেই রিপোর্টের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি ।