পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Amrit Bharat Project: সৌন্দর্যায়ন ও পরিষেবার উন্নতিতে 'অমৃত ভারত' প্রকল্পের আওতায় দক্ষিণ-পূর্ব রেলের দশটি স্টেশন - অমৃত ভারত প্রকল্প

'অমৃত ভারত' প্রকল্পের আওতায় দক্ষিণ-পূর্ব রেলের 10টি স্টেশন তালিকায় জায়গা পেয়েছে ৷ স্টেশনের সৌন্দর্যবৃদ্ধি, পরিষেবার উন্নয়ন-সহ আরও নানান দিকে নজর দেওয়া হয়েছে ৷

Amrit Bharat Project
সৌন্দর্যায়ন ও পরিষেবার উন্নতিতে 'অমৃত ভারত' প্রকল্প

By

Published : Aug 4, 2023, 8:27 PM IST

Updated : Aug 4, 2023, 9:06 PM IST

কলকাতা, 4 অগস্ট: দক্ষিণ-পূর্ব রেলের দশটি স্টেশন 'অমৃত ভারত' প্রকল্পের আওতায় আনা হচ্ছে । ঘোষণা দক্ষিণ-পূর্ব রেলের । ভারতীয় রেল পরিষেবার গতি আনতে কেন্দ্রীয় সরকার অনেক কিছুর ক্ষেত্রেই আধুনিকীকরণের পথে হাঁটছে ৷ সেই পরিকল্পনা অনুযায়ী, স্টেশনগুলোতে বিশ্বমানের ব্যবস্থা ও দ্রুতগামীতার দিকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। গোটা ভারতে 13069টি স্টেশনকে এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে বলে জানা গিয়েছে ৷। যার মধ্যে 6 অগস্ট ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে 508টি স্টেশনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

এই 508টি স্টেশনের মধ্যে দক্ষিণ-পূর্ব রেলের 10টি স্টেশন 'অমৃত ভারত' প্রকল্পের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল ৷

  • রাঁচি বিভাগের হাতিয়া স্টেশনের আধুনিকীকরণের জন্য 35.5 কোটি টাকা অর্থ বরাদ্দ হয়েছে।
  • রাঁচি বিভাগের পিসকা স্টেশনের জন্য 27 কোটি টাকা অর্থ বরাদ্দ হয়েছে।
  • চক্রধরপুর বিভাগের রাজগাংপুর স্টেশনের জন্য বরাদ্দ হয়েছে 30 কোটি টাকা।
  • চক্রধরপুর বিভাগের রাজখাড়ুসোয়ান স্টেশনের জন্য 30 কোটি টাকা অর্থ বরাদ্দ হয়েছে।
  • চক্রধরপুর বিভাগের মনোহরপুর স্টেশনের জন্য অর্থ বরাদ্দ হয়েছে 27 কোটি টাকা ।
  • চক্রধরপুর বিভাগের বারবিল স্টেশনের জন্য 16 কোটি টাকা অর্থ বরাদ্দ হয়েছে।
  • খড়গপুর বিভাগের ঘাটশিলা স্টেশনের জন্য 31 কোটি টাকা অর্থ বরাদ্দ হয়েছে।
  • খড়গপুর বিভাগের জ্বলেশ্বর স্টেশনের জন্য অর্থ বরাদ্দ হয়েছে 23 কোটি টাকা ।
  • খড়গপুর বিভাগের বারিপাডা স্টেশনের জন্য অর্থ বরাদ্দ হয়েছে 17 কোটি টাকা।
  • আদ্রা বিভাগের বোকারো স্টিল সিটি স্টেশনের জন্য 33.5 কোটি টাকা অর্থ বরাদ্দ হয়েছে।

আরও পড়ুন: কাঁটাতার না পেরিয়েই পাকিস্তানের মেয়েকে বিয়ে যোধপুরের আরবাজের !

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই উন্নয়নের কাজ ভারতের বৈচিত্রের প্রতীক রুপে তুলে ধরা হচ্ছে। এতে মসৃণ রেল ব্যবস্থা-সহ প্রয়োজনীয় কাঠামো অপসারণ করে উন্নত ব্যবস্থার মাধ্যমে পরিবেশবান্ধব রাখতে পরিকল্পনা করা হয়েছে বলে জানানো হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের তরফে । পাশাপাশি বলা হয়েছে, প্রতিটি স্টেশনে ‘সিটি সেন্টার’ ধাঁচের ব্যবস্থা থাকবে। উভয়মুখী প্রবেশ ও নিষ্ক্রমণের ব্যবস্থা থাকবে। উন্নত মানের বিল্ডিং তৈরি হবে। উন্নতমানের যাত্রী ব্যবহারের জন্য সরঞ্জাম রাখা হবে। উন্নতমানের যোগাযোগ ব্যবস্থা করা হবে। এছাড়াও স্টেশনে দৃষ্টিনন্দনকারী স্থানীয় সংস্কৃতি ও শিল্পকলা-সহ ল্যান্ডস্কেপ রাখা হবে।

Last Updated : Aug 4, 2023, 9:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details