কলকাতা, 4 অগস্ট: দক্ষিণ-পূর্ব রেলের দশটি স্টেশন 'অমৃত ভারত' প্রকল্পের আওতায় আনা হচ্ছে । ঘোষণা দক্ষিণ-পূর্ব রেলের । ভারতীয় রেল পরিষেবার গতি আনতে কেন্দ্রীয় সরকার অনেক কিছুর ক্ষেত্রেই আধুনিকীকরণের পথে হাঁটছে ৷ সেই পরিকল্পনা অনুযায়ী, স্টেশনগুলোতে বিশ্বমানের ব্যবস্থা ও দ্রুতগামীতার দিকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। গোটা ভারতে 13069টি স্টেশনকে এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে বলে জানা গিয়েছে ৷। যার মধ্যে 6 অগস্ট ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে 508টি স্টেশনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
এই 508টি স্টেশনের মধ্যে দক্ষিণ-পূর্ব রেলের 10টি স্টেশন 'অমৃত ভারত' প্রকল্পের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল ৷
- রাঁচি বিভাগের হাতিয়া স্টেশনের আধুনিকীকরণের জন্য 35.5 কোটি টাকা অর্থ বরাদ্দ হয়েছে।
- রাঁচি বিভাগের পিসকা স্টেশনের জন্য 27 কোটি টাকা অর্থ বরাদ্দ হয়েছে।
- চক্রধরপুর বিভাগের রাজগাংপুর স্টেশনের জন্য বরাদ্দ হয়েছে 30 কোটি টাকা।
- চক্রধরপুর বিভাগের রাজখাড়ুসোয়ান স্টেশনের জন্য 30 কোটি টাকা অর্থ বরাদ্দ হয়েছে।
- চক্রধরপুর বিভাগের মনোহরপুর স্টেশনের জন্য অর্থ বরাদ্দ হয়েছে 27 কোটি টাকা ।
- চক্রধরপুর বিভাগের বারবিল স্টেশনের জন্য 16 কোটি টাকা অর্থ বরাদ্দ হয়েছে।
- খড়গপুর বিভাগের ঘাটশিলা স্টেশনের জন্য 31 কোটি টাকা অর্থ বরাদ্দ হয়েছে।
- খড়গপুর বিভাগের জ্বলেশ্বর স্টেশনের জন্য অর্থ বরাদ্দ হয়েছে 23 কোটি টাকা ।
- খড়গপুর বিভাগের বারিপাডা স্টেশনের জন্য অর্থ বরাদ্দ হয়েছে 17 কোটি টাকা।
- আদ্রা বিভাগের বোকারো স্টিল সিটি স্টেশনের জন্য 33.5 কোটি টাকা অর্থ বরাদ্দ হয়েছে।