পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বড়বাজারে ভেঙে পড়ল মন্দিরের একাংশ, মৃত 1 - দূর্গাচরণ

বড়বাজারে ভেঙে পড়ল একটি মন্দিরের একাংশ । ঘটনায় গুরুতর আহত হন এক ব্যক্তি । তাঁকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।

মৃত 1

By

Published : Aug 29, 2019, 11:13 AM IST

Updated : Aug 29, 2019, 12:57 PM IST

কলকাতা, 29 অগাস্ট: আজ সকালে কলকাতায় ভেঙে পড়ল একটি মন্দিরের একাংশ । ওই মন্দির চত্বরে রাতে ঘুমোতেন এক ব্যক্তি । তখন সবে দিনের আলো ফুটেছে ।

রূপচাঁদ রায় স্ট্রিটের মোড়ের চায়ের দোকানটায় জনা কয়েকের ভিড় । ভোর 5টা 20 । হুড়মুড়িয়ে কিছু একটা ভেঙে পড়ার শব্দ । প্রায় সঙ্গে সঙ্গে আর্তনাদ । স্থানীয়রা দৌড়ে গিয়ে দেখতে পান ভেঙে পড়েছে মদনমোহন মন্দিরের একাংশ । ওই মন্দির চত্বরে রোজ রাতে ঘুমোতেন 56 বছরের দূর্গাচরণ বারিক । সঙ্গে সঙ্গে স্থানীয়রাই শুরু করে দেন উদ্ধারকাজ । খবর যায় বড়বাজার থানাতেও ।

বেশ কিছুক্ষণ পর উদ্ধার করা হয় দূর্গাচরণকে । নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

Last Updated : Aug 29, 2019, 12:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details