কলকাতা, 22 জানুয়ারি : কলকাতায় আরও কমল তাপমাত্রা । আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14.5 ডিগ্রি সেলসিয়াস । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 24 ঘণ্টায় আরও কমবে তাপমাত্রা । তবে রবিবারের পর থেকে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে । যদিও রাজ্যে শীতের আমেজ বজায় থাকবে ।
আজ সকালে কলকাতা হালকা কুয়াশাচ্ছন্ন ছিল । তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে গেছে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1ডিগ্রি বেশি । এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 4.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 95 শতাংশ, সর্বনিম্ন 26 শতাংশ । কলকাতায় আগামী 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা 27 ও সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহে ফের বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা । কলকাতায় আগামী সোম ও মঙ্গলবার তাপমাত্রা 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । তাপমাত্রা বৃদ্ধি পেলেও শীতের অনুভূতি থাকবে । উত্তরবঙ্গে আগামী 24 ঘণ্টায় আকাশ মেঘলা থাকবে । ঘন কুয়াশার সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে ।