কলকাতা, 29 অক্টোবর: বিশ্বকাপের জ্বর যেমন ধীরে ধীরে কলকাতাকে কাবু করছে তেমনই হেমন্তের হিমের পরশ জাঁকিয়ে বসতে চলেছে শহরে । গরমের থেকে ঠান্ডার অনুভূতি বেশি করে অনুভূত হচ্ছে বঙ্গের আকাশে বাতাসে । শনিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ! ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.4 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 93 শতাংশ । আজ রবিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 এবং 23 ডিগ্রির আশেপাশে থাকতে পারে ।
আলিপুর আবহাওয়া অফিসের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, "দক্ষিণবঙ্গে আগামী 2 থেকে 3 দিনে রাতের তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমবে । আগামী 5 দিন আমাদের রাজ্যে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে । দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে । তবে পশ্চিমের জেলাগুলিতে রাতের সর্বনিম্ন তাপমাত্রা 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে । অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রেও এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ কিছু পরিবর্তন নেই।"