পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bengal Winter : বঙ্গে শীতের আগমনিতে খলনায়ক ফের নিম্নচাপ - বঙ্গে শীতের আগমনিতে খলনায়ক ফের নিম্নচাপ

শীত এসেছে রাজ্যে ৷ এই ক'দিন ঠান্ডায় বেশ কাটছিল রাজ্যবাসীর ৷ তবে এবার তাতে বিঘ্ন ঘটাবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ৷

পশ্চিমবঙ্গে শীত
পশ্চিমবঙ্গে শীত

By

Published : Nov 10, 2021, 11:28 AM IST

কলকাতা, 10 নভেম্বর : রাজ্যে শীত এলেও ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে ৷ বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে শুরু করেছে ৷ ফলে আগামিকাল দক্ষিণবঙ্গের তাপমাত্রা বৃদ্ধির কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (Alipur Meteorological Department) ৷

সকালে কুয়াশা থাকলেও শহরের আকাশ বুধবার প্রধানত পরিষ্কার থাকবে ৷ সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 19.7 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ও সর্বনিম্ন 96 এবং 43 শতাংশ ।

আরও পড়ুন : Climate Change: রোগের নাম ‘জলবায়ু পরিবর্তন’, প্রথম আক্রান্ত সত্তরের বৃদ্ধা

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরে একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ায় বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে । তাতে উত্তর পশ্চিমের হিমেল হাওয়া বাংলায় ঢুকতে বাধা পাবে ৷ তাই গত ক'দিন শহরবাসী যে আমেজ পেয়েছেন, তাতে সাময়িক ছেদ পড়ার সম্ভাবনা রয়েছে ।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বাংলা থেকে অনেকটা দূরে অবস্থান করলেও বঙ্গোপসাগরের এই নিম্নচাপের প্রভাবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার উপকূলবর্তী অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে । বাড়তে পারে তাপমাত্রা । ইতিমধ্যে জেলাগুলিতে তাপমাত্রা কমতে শুরু করেছে । তবে নিম্নচাপের জন্য তাপমাত্রা সাময়িক বাড়লেও শীত ফিরবে রাজ্যে ।

ABOUT THE AUTHOR

...view details