কলকাতা, 11 নভেম্বর : রাজ্যে শীত এলেও তাতে সাময়িক ছেদ পড়বে আজ থেকে ৷ বৃহস্পতিবার থেকে আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস ৷ উত্তরবঙ্গে শুষ্ক, ঠান্ডা আমেজ বজায় থাকবে ৷ কিন্তু দক্ষিণবঙ্গে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের প্রধানত আকাশ মেঘলা থাকবে ৷
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এখন চেন্নাইয়ের কাছে রয়েছে ৷ আজ নিম্নচাপটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ উপকূলের উপর দিয়ে বয়ে যাবে ৷ এর প্রভাবেই রাজ্যের দক্ষিণে তাপমাত্রার পরিবর্তন হবে ৷
আরও পড়ুন : Corona in Bengal : রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ছাড়াল 16 লাখ, গত 24 ঘণ্টায় মৃত 15
জগদ্ধাত্রী পুজোর আগে আকাশ পরিষ্কার থাকবে । বৃহস্পতিবার তাপমাত্রা বাড়ার কথা জানিয়েছে আবহাওয়া অফিস ৷ আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস ও 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷ গতকালও সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা এর কাছাকাছি ছিল ৷
নিম্নচাপের জেরে আজ থেকে ঠান্ডা উধাও হয়ে হালকা গরম বোধ হবে । শনিবার জগদ্ধাত্রী পুজোয় কলকাতা শহর এবং সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে । তাই বাইরে বেরলে ছাতা রাখার প্রয়োজনীয়তা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ।