কলকাতা, 6 ডিসেম্বর: ভাঁটা পড়তে চলেছে শীতের আমেজে ৷ সপ্তাহের শেষে কমতে পারে শীত ৷ আগামী কাল থেকে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ আরব সাগরের উপর পাবন নামে ঘূর্ণিঝড় তৈরির কারণেই তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ৷এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর-পশ্চিমের শীতল হাওয়া বাধা পাবে ৷ দাপটে বাড়বে পূবালী হাওয়ার ৷ আর সেই কারণেই বাড়তে পারে তাপমাত্রা ৷
গত কয়েকদিনে অনেকটাই নেমেছিল কলকাতার তাপমাত্রা ৷ আগামী কয়েকদিন নতুন করে আর তাপমাত্রা কমার সম্ভাবনা নেই ৷ আগামী 48 - 72 ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় চলে গেলে আবার ঠাণ্ডা হাওয়া রাজ্যে প্রবেশ করতে পারে ৷ 9 তারিখের পর আবার ঠাণ্ডা পড়তে পারে বলে জানিয়েছেন সঞ্জীববাবু ৷
শীতের পথে বাধা ঘূর্ণিঝড়, বাড়তে পারে তাপমাত্রা
সপ্তাহের শেষে কমতে পারে শহরে শীতের আমেজ ৷ আরব সাগরের উপর ঘূর্ণিঝড় তৈরির কারণেই তাপমাত্রা বাড়তে পারে বলে জানা গেছে ৷ গত কয়েকদিনে অনেকটাই নেমেছিল কলকাতার তাপমাত্রা ৷
আলিপুর আবহাওয়া অফিস
আগামী কয়েকদিন রাজ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই ৷ আকাশ পরিষ্কারই থাকবে ৷ কলকাতায় আগামী 24 ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস ৷ সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷ কলকাতায় গত 24 ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.7 ডিগ্রি সেলসিয়াস ৷