পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তাপমাত্রা কমলেও জাঁকিয়ে শীতের অপেক্ষায় কলকাতা

দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঘন কুয়াশার সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর

শহরে শীতের আমেজ
শীতের অপেক্ষায় কলকাতা

By

Published : Dec 12, 2020, 1:39 PM IST

কলকাতা, 12 ডিসেম্বর : শহরে শীতের আমেজ। তাপমাত্রার পারদ নামলো 2 ডিগ্রি । সকাল থেকেই আজ কলকাতায় মেঘমুক্ত আকাশ । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, তাপমাত্রার পারদ কিছুটা কমলেও এখনই জাঁকিয়ে শীতের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিক । 15.4 ডিগ্রি সেলসিয়াস । গত 24 ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21.9 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি কম । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 97 শতাংশ, সর্বনিম্ন 74 শতাংশ । আগামী 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 22 ও সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঘন কুয়াশার সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর । মূলত 11 টি জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে। বেশকিছু জেলায় ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা 200 মিটারের থেকেও কমে যেতে পারে । সকালে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে । আগামী কয়েকদিন আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও মেদিনীপুরে ঘন কুয়াশা সম্ভাবনা রয়েছে । দৃশ্যমানতা কমে 50 মিটার এর কাছাকাছি চলে আসতে পারে আগামী 48 ঘন্টায় ।

আরও পড়ুন:বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ বিভিন্ন জেলায় কুয়াশার দাপট

উত্তরবঙ্গের কিছু জেলায় আগামী 48 ঘণ্টায় ঘন কুয়াশার সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর । আগামী দুই-এক দিন হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং-এ । ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা 200 মিটারের থেকে কমে যেতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়।দার্জিলিং,জলপাইগুড়ি,কোচবিহার,আলিপুরদুয়ার,কালিম্পং,মালদা ও দুই দিনাজপুরে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।

ABOUT THE AUTHOR

...view details