কলকাতা,25 ডিসেম্বর : শহরে বাড়ল শীতের আমেজ । কলকাতায় নামল প্রায় 1 ডিগ্রি তাপমাত্রার পারদ । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দু'দিন বজায় থাকবে শীতের আমেজ । বছর শেষে জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হতে চলেছে।
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা কমে হল 13.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । গত 24 ঘন্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 97 শতাংশ । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সকালের দিকে হালকা কুয়াশার প্রভাব থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে । দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ 10 ডিগ্রি সেলসিয়াসের কম থাকবে । বাড়বে কনকনে শীতের কাঁপুনি । দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সকালের দিকে হালকা কুয়াশার প্রভাব থাকবে । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে ।
নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আগামী শনিবার নাগাদ প্রবেশ করতে চলেছে জম্মু-কাশ্মীর উপত্যকায় । এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু কাশ্মীর, লাদাখ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডে তুষারপাতের সম্ভাবনা রয়েছে । পঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, চন্ডীগড়ে আজও শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার সতর্কতা রয়েছে ।