পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলকাতার তাপমাত্রা নামল 4 ডিগ্রি, রাজ্যজুড়ে শীতের আমেজ - মৌসম ভবন

দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও নামবে তাপমাত্রা । আগামী কয়েকদিন জেলাগুলিতে জাঁকিয়ে শীত অনুভূত হবে । তবে সপ্তাহের শেষে ফের শীতে বাধা আসতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । শুক্রবারের পর থেকে তাপমাত্রা সামান্য বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে তারা ।

শহরে শীতের আমেজ
শহরে শীতের আমেজ

By

Published : Nov 23, 2020, 1:00 PM IST

কলকাতা, 23 নভেম্বর : কলকাতায় এক ধাক্কায় তাপমাত্রা নামল 4 ডিগ্রি । আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা 15.5 ডিগ্রি সেলসিয়াস । আগামী 24 ঘণ্টায় কলকাতায় তাপমাত্রা আরও নামতে পারে । আগামী দু’দিন রাজ্যে শীতের আমেজ বজায় থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের ।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও নামবে তাপমাত্রা । আগামী কয়েকদিন জেলাগুলিতে জাঁকিয়ে শীত অনুভূত হবে । তবে সপ্তাহের শেষে ফের শীতে বাধা আসতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । শুক্রবারের পর থেকে তাপমাত্রা সামান্য বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে তারা ।

এদিকে উত্তর-পশ্চিম ভারতে আজ থেকে পশ্চিমী ঝঞ্ঝার দাপট বাড়বে বলে জানিয়েছে মৌসম ভবন । বুধবার নাগাদ জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে তারা ।

আজ সকাল থেকেই কলকাতার আকাশ মেঘমুক্ত, পরিষ্কার । একই সঙ্গে কমেছে তাপমাত্রা । কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 15.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28 ও সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে । একইসঙ্গে আরব সাগরের উপরও আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে । আরব সাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণিঝড় আজ সোমালিয়া দ্বীপপুঞ্জের কাছে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে । দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণিঝড় ক্রমশ তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হবে । বুধবার বিকেলে মহাবলীপুরমের কাছে ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details