কলকাতা , 26 ডিসেম্বর : রাজ্যজুড়ে আরও কিছুটা কমল তাপমাত্রা । কয়েকদিন তাপমাত্রা বাড়লেও ফের তাপমাত্রা কমতে থাকায় ফের জাঁকিয়ে শীত অনুভব করতে চলেছে রাজ্যবাসী । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন এই পরিস্থিতি চলবে । রবিবার ও সোমবার তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে । এর ফলেই তাপমাত্রার পারদ নামতে পারে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত । অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গেও শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে ।
কলকাতাতেও আরও দুই ডিগ্রি কমল তাপমাত্রা । আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 12.7 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম । মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আজ উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্জা প্রবেশ করতে চলেছে । এই পশ্চিমী ঝঞ্ঝার দাপটে রবিবার ও সোমবার জম্মু-কাশ্মীর উপত্যকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সেইসঙ্গে লাদাখ , মুজ়াফফরপুর, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ডে বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে । অন্যদিকে, সোমবার থেকে হরিয়ানা, পঞ্জাব, চণ্ডীগড় ও দিল্লিতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে । মৌসম ভবন জানিয়েছে, শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে উত্তরপ্রদেশ, রাজস্থান ও মধ্যপ্রদেশে । এর প্রভাবে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গেও শীতের দাপট ফিরতে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।