পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তিই বাধা ডোমিসাইল রিজ়ার্ভেশনে - ju

প্রযুক্তির অভাবে আসন্ন শিক্ষাবর্ষে কার্যকর নাও হতে পারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের ডোমিসাইল রিজ়ার্ভেশন

যাদবপুর বিশ্ববিদ্যালয়

By

Published : Jun 3, 2019, 11:46 PM IST

কলকাতা, 3 জুন : প্রযুক্তিগত সমস্যায় আসন্ন শিক্ষাবর্ষে কার্যকর নাও হতে পারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের ডোমিসাইল রিজার্ভেশন। এখনও তৈরি হয়নি কাউন্সেলিংয়ের সফটওয়্যার। এদিকে 5 জুন ঘোষিত হবে 2019 জয়েন্টের ফলাফল ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ের 90 শতাংশ আসন রাজ্যের পড়ুয়াদের জন্য সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । বিশ্ববিদ্যালয়ের এগজ়িকিউটিভ কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্তে 30 মে সিলমোহর দিয়েছে রাজ্য সরকার । 2019-2020 শিক্ষাবর্ষ থেকেই সংরক্ষণের বিষয়টি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে ।

কিন্তু আসন্ন শিক্ষাবর্ষ থেকেই এই সংরক্ষণ চালু হবে কি না সে বিষয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। রাজ্য জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা জানিয়েছেন, আগামী সপ্তাহে আলোচনার পর তাঁরা চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

চলতি বছরের ৪ মার্চ রাজ্যের পড়ুয়াদের জন্য 90 শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছিল ইঞ্জিনিয়ারিংয়ের ফ্যাকাল্টি কাউন্সিল । ফ্যাকাল্টি কাউন্সিলের সেই সিদ্ধান্ত 18 মার্চ বিশ্ববিদ্যালয়ের এগজ়িকিউটিভ কাউন্সিলের (EC) বৈঠকে পাশ হয় । ইঞ্জিনিয়রিং ও টেকনলজির ডিন চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছিলেন, সরকারি সিলমোহর পেলে আসন্ন শিক্ষাবর্ষ থেকেই ইঞ্জিনিয়রিংয়ে ডোমিসাইল সংরক্ষণ চালু করা হতে পারে ।

চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "রাজ্য সরকার সম্মতি দিয়েছে । বৃহস্পতিবার ইমেল মারফত আমাদের এই সম্মতির কথা জানানো হয়েছে । সেখানে 2019-'20 শিক্ষাবর্ষ থেকেই WBJEE বোর্ডকে এই সিদ্ধান্ত কার্যকর করার কথা বলা হয়েছে ।" তাহলে কী এই শিক্ষাবর্ষ থেকেই চালু হয়ে যাচ্ছে সংরক্ষণ ? চিরঞ্জীববাবু বলেন, "সরকার সম্মতি দেওয়ায় আমাদের আর কিছু করার নেই । এবার জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে এই সিদ্ধান্ত কার্যকর করতে হবে ।"

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের এক অধ্যাপক জানান, এই শিক্ষাবর্ষ থেকে ডোমিসাইল সংরক্ষণ কার্যকর করার ক্ষেত্রে কিছু বাধা রয়েছে রাজ্য জয়েন্ট বোর্ডের । তিনি বলেন, "WBJEE বোর্ড যদি ইম্প্লিমেন্ট করতে পারে তাহলে এই বছর থেকেই চালু হবে । কিন্তু কার্যকর করার ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে । যেমন, সফটওয়্যার ইশু আছে । কাউন্সেলিংয়ের সফটওয়্যারে সেভাবে প্রোগ্রাম করা নেই । এগুলি পরিবর্তন করতে হবে ।"

ABOUT THE AUTHOR

...view details