কলকাতা, 27 জুন :দীর্ঘ দেড় মাসের ছুটি কাটিয়ে রাজ্যে খুলল সরকারি ও সরকার পোষিত স্কুলগুলি। তবে প্রথমদিন হলেও প্রায় সমস্ত স্কুলেই পড়ুয়াদের উপস্থিতির হার আশাব্যাঞ্জক (Teachers Worried About Finish Syllabus After Long Summer Vacation)।
এক সরকার পোষিত স্কুলের প্রধান শিক্ষক কিংকর অধিকারী বলেন, "আমাদের স্কুলে প্রায় 90 শতাংশের কাছাকাছি ছাত্র ছাত্রীরাই আজ স্কুলে এসেছে এবং এতদিন পরে আবার স্কুল খুলে যাওয়ায় খুবই আনন্দিত তারা। আজ পড়ুয়াদের সঙ্গে কথা বলে বুঝলাম যে তারা স্কুল খোলার জন্য মুখিয়েছিল। পাশাপাশি এও বলব কিছু পড়ুয়াদের মধ্যে এতদিন পড়ে স্কুলে আসার একটা জড়তা রয়েছে। এই সময় যারা বাড়িতে পড়াশোনা চালিয়ে গিয়েছে তাদের তেমন একটা সমস্যা হচ্ছে না ৷ তবে যারা একেবারেই পড়াশোনার সঙ্গে যুক্ত ছিল না, তাদের সমস্যা হচ্ছে ঠিকই। কিন্তু এরাই যদি প্রতিদিন স্কুলে আসে তাহলে ক্লাসে কী পড়ানো হচ্ছে সেটা শুনতে শুনতেও মনে গেঁথে যায়।"
আরও পড়ুন :দেড় মাসের ছুটির পর খুলল সব স্কুল, কোভিড আতঙ্ক নিয়েই ছন্দে ফিরল পড়ুয়ারা
তিনি আরও বলেন, "স্কুল কতৃপক্ষের তরফে শিক্ষকরা নিজেদের উদ্যোগে যতটা পেরেছে অনলাইনে ক্লাস নেওয়ার চেষ্টা করেছে। তবে অনলাইন ক্লাসের ক্ষেত্রে উপস্থিতির হার খুব একটা বেশি ছিল না। কিন্তু আবার সেই পুরনো পড়াগুলো নতুন করে শুরু করতে হচ্ছে। হঠাৎ করেই গরমের ছুটি পড়ে যাওয়ায় পঞ্চম থেকে দশম শ্রেণির পরীক্ষা আর নেওয়া সম্ভব হয়নি। আগামী 30 জুন থেকে বেশিরভাগ স্কুলেই শুরু হয়ে যাবে পরীক্ষা। কিছু সংখ্যক পড়ুয়া বাড়িতে পরীক্ষার প্রস্তুতি নিলেও বাকিরা নেয়নি। তাই এই অল্প সময়ের মধ্যে তারা কেমন ফল করে সেটাও ভাববার বিষয় রয়েছে।"