পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

12 দিন পার, অনশনরত শিক্ষকরা চান মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ - pripary teacher

শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকেও কাটেনি জট । এবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি তুলেছেন অনশনরত শিক্ষকরা ।

অনশনকারীরা জানাচ্ছেন, তাঁরা আমরণ অনশন চালিয়ে যাবেন ।

By

Published : Jul 24, 2019, 8:17 PM IST

Updated : Jul 24, 2019, 9:12 PM IST

কলকাতা, 24 জুলাই : আজ 12 দিনে পড়ল উসতি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রাথমিক শিক্ষকদের অনশন । গত সপ্তাহে (শনিবার) শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রাথমিক শিক্ষকরা । কিন্তু, সেখানেও জট না কাটায় অনশন চালিয়ে যাচ্ছেন তাঁরা । এখন প্রশ্ন উঠছে, 12 দিন হয়ে গেল । আর কতদিন? অনশনকারীরা জানাচ্ছেন, তাঁরা আমরণ অনশন চালিয়ে যাবেন । পাশাপাশি, এবার তাঁরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেরও দাবি তুলেছেন ।

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি তুলেছেন অনশনশনরত শিক্ষকরা

উসতি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি সন্দীপ ঘোষ বলেন, "অনশনকারীদের শরীরের অবস্থা যত খারাপের দিকে এগোচ্ছে তত শিক্ষকদের মনে তীব্র ক্ষোভ তৈরি হচ্ছে । আমরা এর পরে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই । কারণ, শিক্ষামন্ত্রী শনিবার ডাকলেন । তারপর থেকে কোনও খবর নেই । এভাবে তো চলতে পারে না । একটা সভ্য সমাজের শিক্ষক-শিক্ষিকারা রাস্তায় পড়ে থাকবেন । দাবি তো দুটো । একটা 14 জনকে ফেরানোর । আর একটা স্কেল নির্ধারণের । স্কেল বিষয়টায় উনি বলছেন টাকা নেই । মেনে নিলাম টাকা নেই । কিন্তু, সেখানে 14 জনের অনৈতিক বদলি বাতিলের দাবি করা হয়েছে সেই ব্যাপারে হস্তক্ষেপ করছেন না কেন? সেটা তো একদিনের ব্যাপার । শিক্ষামন্ত্রী চাইলে একদিনে ওই ব্যাপারটা মিটিয়ে ফেলতে পারেন । যতবারই আমরা যাচ্ছি প্রত্যেকবারই বলছেন হয়ে যাবে । কিন্তু, হয়ে যাবে বলে কতদিন দেখব আমরা?"

অনশনকারীরা জানাচ্ছেন, তাঁরা আমরণ অনশন চালিয়ে যাবেন

তিনি আরও বলেন, "অনশনরত শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে দু-একজনের শারীরিক অবস্থা খুবই খারাপ । তাঁদের আমরা হাসপাতালে ভরতি করার চেষ্টা করছি । কিন্তু, তাঁরা বলছেন এই রাজ‍্য সরকারের অমানবিক মুখ আমরা গোটা রাজ‍্যকে দেখাতে চাই । মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ করুন । কারণ, সমাজের সবস্তরের লোক ধিক্কার জানাতে শুরু করেছে ।"

12 দিন অনশন, 13 দিন অবস্থান

12 দিন অনশন, 13 দিন অবস্থান । আর কতদিন? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে । তবে, অনশনকারী প্রাথমিক শিক্ষকদের কাছে প্রশ্নের উত্তরটা খুব সহজ । অনশনরত তন্ময় ঘড়ুই বলেন, "আমরা তো প্রথম থেকেই বলে এসেছি আমরণ অনশন করব । এটা আমাদের সম্মানের লড়াই । ন‍্যায‍্য সম্মান না পাওয়া পর্যন্ত অনশন চলবে ।"

অপর এক অনশনকারী শিক্ষক রাজীব মণ্ডল বলেন, "এই লড়াইটা সরকার যেদিন চাইবে সেদিনই শেষ হয়ে যেতে পারে । আমাদের ন‍্যায‍্য সম্মান দেবে, যেদিন সরকার আমাদের দাবি মতো 14 জন শিক্ষককে ফিরিয়ে দেবে সেদিনই অনশন তুলে নেওয়া হবে । মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিলে একদিনেই অনশন উঠে যেতে পারে ।"

Last Updated : Jul 24, 2019, 9:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details