কলকাতা, 24 মার্চ:দুয়ারে সরকার শিবির পরিচালনা করতে প্রায় 300-র বেশি শিক্ষককে নিযুক্ত করা হবে ৷ তবে, পৌর স্কুলে পঠন-পাঠনের কী হবে তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা ৷ পাশাপাশি এ বিষয়ে কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিমের জবাবও চাইছে বিরোধীরা (Opposition) ৷ পালটা বিরোধীদের কটাক্ষ ছুঁড়ে দিয়ে গোটা বিষয়টি উড়িয়ে দিয়েছেন ফিরহাদ হাকিম (Kolkata Mayor Firhad Hakim) ৷ তাঁর কথায়, "আমাদের স্কিমগুলো নিয়ে বিরোধীরা ভীত । ওরা পায়ের তলায় মাটি না-পেয়ে এই ধরনের অভিযোগ করছে।"
নতুন অর্থবর্ষের শুরুর দিন থেকে 20 এপ্রিল পর্যন্ত চলবে দুয়ারে সরকার শিবির । কলকাতায় শিবিরগুলিতে থাকবেন পৌরনিগমের প্রায় 750 পৌরকর্মী। আর তার মধ্যেই প্রায় 300-এর বেশি শিক্ষক থাকবেন। বিরোধীদের অভিযোগ, কলকাতা পৌরনিগমের শিক্ষা বিভাগে আছেই কম-বেশি 800 শিক্ষক। তার থেকে 300-এর বেশি শিক্ষককে দুয়ারে সরকারের কাজে তুলে নেওয়া হলে পৌর স্কুলগুলিতে ক্লাস চলবে কী করে? ছাত্র ছাত্রীদের পড়াবেন করা?
অন্য়দিকা, দুয়ারে সরকার প্রকল্পে কারা থাকবেন, কারা শিবির চালনা করবেন সেই তালিকা ইতিমধ্যেই তৈরি করেছে কলকাতা পৌরনিগম। সেই তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে, শুধু শিক্ষা বিভাগ নয়, কর্মীর অপ্রতুলতার জেরে পৌরনিগমের আরও কয়েকটি বিভাগের কাজের গতি শ্লথ হওয়ার আশঙ্কা আছে। এত শিক্ষক-শিক্ষিকা শিবিরে গেলে ছাত্র-ছাত্রীদের পড়ার কী হবে? এবিষয় কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ সন্দীপন সাহা বলেন, "যে সমস্ত স্কুলে পড়ুয়া কম, সেখানকার শিক্ষকদেরই মূলত এই শিবিরে পাঠানো হচ্ছে। সব পরিস্থিতি দেখেই তালিকা পাঠানো হয়েছে। 20 দিনের ব্যাপার দেখতে দেখতে কেটে যাবে। খুব একটা সমস্যা হবে না।"