কলকাতা, 3 অগস্ট: অষ্টম শ্রেণির পাঠ্যক্রমে সিঙ্গুর আন্দোলনের ইতিহাসের অংশে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের নাম (Partha Chatterjee)। এই নিয়ে রাজনৈতিক মহলে উঠেছে বির্তকের ঝড় । শিক্ষাবিদদের বড় অংশের মতে, অবিলম্বে ওই বই থেকে পুরো অংশটি বাদ দেওয়া হোক ।
অষ্টম শ্রেণির পাঠ্যক্রমের অন্তর্গত 'অতীত ও ঐতিহ্য' বইতে সিঙ্গুর আন্দোলনের ইতিহাসের কথা রয়েছে । 32 বছরের বাম শাসনের পর সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলন তৃণমূল কংগ্রেসের সরকার গঠনের নেপথ্যে একটা বড় ভূমিকা রয়েছে । তৃণমূল সরকারের কাছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব । তাই এই সিঙ্গুর আন্দোলন সম্বন্ধে পড়ুয়াদের সচেতন করতেই বিষয়টি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করে মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস কমিটি । 'অতীত ও ঐতিহ্য' বইতে সিঙ্গুর আন্দোলনের অংশে উল্লেখিত রয়েছে ৷