কলকাতা, 1 জুন: ফের তীব্র গরমের জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে গ্রীষ্মকালীন ছুটি। বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে নতুন সিদ্ধান্ত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করেন, স্কুলগুলিতে গরমের ছুটি থাকবে 15 জুন পর্যন্ত। আবহাওয়া দফতর থেকে তাপপ্রবাহের সতর্কবার্তা প্রকাশ্যে আসতেই সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। কিন্তু এই ছুটির জেরে চিন্তায় পড়েছেন শিক্ষক-শিক্ষিকারা। বছরশেষে সিলেবাস শেষ হবে কী করে তা নিয়ে উদ্বিগ্ন শিক্ষামহল ৷
অনির্দিষ্টকালের গরমের ছুটি কবে শেষ হবে, তা জানতে চেয়ে মধ্যশিক্ষা পর্ষদ চিঠি দিয়েছিল স্কুল শিক্ষা দফতরকে। তারপরেই 5 জুন উচ্চ প্রাথমিক স্কুল এবং 7 তারিখ প্রাথমিক স্কুল খোলার নির্দেশ দিয়েছিল স্কুল শিক্ষা দফতর। তবে আবারও তাপমাত্রা বৃদ্ধির কারণে হাওয়া অফিস সতর্কতা জারি করায় মুখ্যমন্ত্রী গরমের ছুটি বাড়ানোর কথা ঘোষণা করেন ৷ তবে এই বিষয় নিয়ে চিন্তিত পার্ক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুপ্রিয় পাঁজা ৷ তিনি বলেন, "স্কুল খুলবে শুনে আমরা একটু খুশি হয়েছিলাম। কারণ অতিরিক্ত ছুটি পড়লে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে সত্যিই একটু সমস্যা হয়। অন্যদিকে গরমও রয়েছে ৷ কিন্তু যদি অতিরিক্ত ক্লাস দিয়ে এখন যে ঘাটতি হচ্ছে তা মেটানো সম্ভব হয়, তাহলেই বছরের শেষে সিলেবাস শেষ করা যেতে পারে।"