পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিশ্বভারতীতে অগণতান্ত্রিকতার প্রতিবাদে কলকাতায় সরব শিক্ষক ও ছাত্র মহল

অল বেঙ্গল ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের (এবিইউটিএ) সঙ্গে অন‍্যান্য সংগঠন যৌথভাবে এই প্রতিবাদ কর্মসূচি পালন করে । এবিইউটিএ-র সঙ্গে অধ‍্যাপক সংহতি মঞ্চ, এসটিইএ, বিপিটিএ-র মতো বিভিন্ন স্তরের শিক্ষক ও শিক্ষাকর্মীদের সংগঠন অংশগ্রহণ করেন এই কর্মসূচিতে । পোড়ানো হয় বিশ্বভারতীর উপাচার্যের জারি করা অগণতান্ত্রিক সার্কুলারের প্রতিলিপিও ।

কলকাতায় সরব শিক্ষক ও ছাত্র মহল
কলকাতায় সরব শিক্ষক ও ছাত্র মহল

By

Published : Jan 22, 2021, 10:45 PM IST

কলকাতা, 22 জানুয়ারি : সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় বিশ্বভারতীতে রাজনীতিকরণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে । পৌষমেলার মাঠে পাঁচিল দেওয়া থেকে শুরু করে অধ্যাপক-পড়ুয়াদের সাসপেনশন । একাধিক অভিযোগে কলকাতায় প্রতিবাদে সোচ্চার শিক্ষক ও ছাত্র মহল । একদিকে কলকাতায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ের সামনে জমায়েত করে বিক্ষোভ দেখান এবিইউটিএ-র শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিভিন্ন সংগঠন । তেমনই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে বিশ্বভারতীর উপাচার্যের পদত‍্যাগের দাবিতে সরব হয় বাম ছাত্র সংগঠন এসএফআই-এর যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখা ।

আজ অল বেঙ্গল ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের (এবিইউটিএ) সঙ্গে অন‍্যান্য সংগঠন যৌথভাবে এই প্রতিবাদ কর্মসূচি পালন করে । এবিইউটিএ-র সঙ্গে অধ‍্যাপক সংহতি মঞ্চ, এসটিইএ, বিপিটিএ-র মতো বিভিন্ন স্তরের শিক্ষক ও শিক্ষাকর্মীদের সংগঠন অংশগ্রহণ করেন এই কর্মসূচিতে । দুপুর 2 টো নাগাদ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলকাতার কার্যালয়ের সামনে জমায়েত করে বিক্ষোভ ও সভা করেন তাঁরা । পোড়ানো হয় বিশ্বভারতীর উপাচার্যের জারি করা অগণতান্ত্রিক সার্কুলারের প্রতিলিপিও । এবিইউটিএ-র সাধারণ সম্পাদক গৌতম মাইতি বলেন, "রবীন্দ্রনাথের স্বপ্নের, আমাদের গর্বের বিশ্বভারতী আজ চরম সংকটের সম্মুখীন । উপাচার্য বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত, বহিরাগত, রাজনৈতিক ও রাষ্ট্রীয় হস্তক্ষেপ ডেকে আনছেন । ধর্মনিরপেক্ষ, বৈজ্ঞানিক, গণতান্ত্রিকতাকে বিনষ্ট করার লক্ষ্যে তিনি বেপরোয়া হয়ে উঠছেন‌ । ছাত্ররা প্রতিবাদ করলে তাঁদের সাসপেন্ড করে দেওয়া হচ্ছে । এর ফলে বিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ সম্পূর্ণ বিলুপ্ত । বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রশাসনের শিক্ষাস্বার্থ বিরোধী এবং শিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্রদের উপর এহেন লাগাতার অগণতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে আজ আমরা প্রতিবাদে নেমেছি ।"

বিশ্বভারতী এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ

আরও পড়ুন : বিশ্বভারতীর গেটে পুলিশ আউটপোস্ট! কর্তৃপক্ষকে রাজ্য়ের সঙ্গে যোগাযোগ করতে নির্দেশ হাইকোর্টের

বিক্ষোভ শেষে বিশ্বভারতী প্রশাসনের স্বৈরাচারী পদক্ষেপের প্রতিবাদে একটি স্মারকলিপি বিশ্বভারতীর উপাচার্য, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাজ্যের রাজ্যপালের কাছে পাঠানো হয় বলে জানাচ্ছেন গৌতম মাইতি । এদিন দুপুর 2টো নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের বাইরে বিক্ষোভ দেখান এসএফআই-এর যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখা । তাঁদের দাবি, বিশ্বভারতীর উপাচার্যের পদত্যাগ চাই । অবিলম্বে অনায্য সমস্ত সাসপেনশন প্রত্যাহার করতে হবে । এই দাবিতে স্লোগান তুলে প্রায় আধ ঘন্টা বিক্ষোভ দেখান এসএফআই-এর সদস্যরা ।

ABOUT THE AUTHOR

...view details