কলকাতা, 5 সেপ্টেম্বর: শিক্ষক দিবসের দিন শিক্ষকদের বিক্ষোভ রাজপথে (Teachers Agitation on Teacher's Day) ৷ একাধিক অভিযোগ নিয়ে সোমবার তাঁরা বিক্ষোভে সামিল হন (Teachers Agitation in College Square) ৷
স্বাধীনতার 75 বছর পরও প্রাথমিক বিদ্যালয়ে কোনও শিক্ষাকর্মী নিয়োগ না করায় শিক্ষকদেরকেই স্কুল খোলা, বন্ধ করা, পরিষ্কার করা, মিড-ডে মিল (Mid Day Meal) চালানো ইত্যাদি কাজগুলো প্রতিদিন করতে হয়। শ্রেণি ভিত্তিক শিক্ষক নেই। রাজ্যে 1 লক্ষ 38 হাজার শিক্ষক পদ শূন্য। বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয় চলছে 1 থেকে 2 জন শিক্ষক নিয়ে চলছে। আবার ভোটের কাজ, জনগণনা ইত্যাদি শিক্ষাদান বহির্ভূত কাজ তাঁদের নিয়েই সারা বছর করানো হয়।
বাস্তবে শিক্ষাদানটাই গৌণ হয়ে পড়েছে। অন্যদিকে, পাশ-ফেল না থাকায়, অভিভাবক ও সমাজ সরকারি শিক্ষাব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিদ্যালয়গুলো ছাত্রাভাবে ধুঁকছে এবং বর্তমান সরকারের আমলে প্রায় 7 হাজার প্রাথমিক বিদ্যালয় বন্ধ করা হয়েছে। অথচ তার সমূহ দায় শিক্ষকদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। সিলেবাস প্রণয়ন, নিয়োগ, বদলি-সহ শিক্ষাব্যবস্থা পরিচালনার কোনওক্ষেত্রেই শিক্ষকদের কোনও মতামত নেওয়া হয় না।