কলকাতা, 28 এপ্রিল : মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে ফের উত্তেজনা। এবার বিক্ষোভে ফেটে পড়লেন শিক্ষকেরা। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা শিক্ষক ঐক্য মঞ্চ নামে এক সংগঠনের নেতা মইদুল ইসলামকে গতকাল মারধর করে । এর প্রতিবাদে আজ বিক্ষোভ দেখায় সংগঠনের সদস্যরা । পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয় । সংগঠনের অভিযোগ, মহিলা পুলিশ ছাড়াই শিক্ষিকাদের উপর আক্রমণ করে হয়েছে।
গতকাল ডায়মন্ডহারবারের গুরুদাস নগরে প্রচারে যান বামপ্রার্থী ফুয়াদ হালিম। সেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে আক্রমণ করে বলে অভিযোগ। ঘটনায় আহত হন ফুয়াদ। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। কমিশনের তরফ থেকে রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী অধিকারিকের দপ্তর । ঘটনায় খবর পেয়ে স্থানীয় বাসিন্দা তথা শিক্ষক ঐক্যমঞ্চের অন্যতম নেতা মইদুল ইসলাম ঘটনাস্থানে যান। অভিযোগ, তিনিও আক্রমণের শিকার হন । তাঁকেও মারধর করা হয় । এমন কী তাঁর স্কুটারও ভাঙচুর করা হয়। পরে মহিদুলকে চিকিৎসার জন্য ভরতি করা হয় ডায়মন্ডহারবার হাসপাতালে । সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয় । অভিযোগ, এই ঘটনায় কোনও FIR নিতে চায়নি ডায়মন্ডহারবার থানা ।