কলকাতা, 4 সেপ্টেম্বর : নিয়ম অনুযায়ী নিয়োগ করেছিল স্কুল সার্ভিস কমিশন ৷ কিন্তু 14 বছর হয়ে গেলেও স্কুলে যোগ দিতে পারছিলেন না ৷ DI -কে ওই শিক্ষকের নিয়োগের ব্যবস্থার নির্দেশ দেন বিচারপতি শম্পা সরকার ৷ এরপরই আজ স্কুলে যোগ দেন ওই শিক্ষক ৷
2005 সালে স্কুল সার্ভিস কমিশন বিদ্যাসাগর পূর্ব করঞ্জি হাইস্কুলে বিজ্ঞানের শিক্ষক হিসেবে নিযুক্ত করেন সজলকান্তি মাইতিকে ৷ এই সজলকান্তি মাইতি প্রতিবন্ধী ৷ কিন্তু কিছুদিন পর থেকেই তাঁর প্রতিবন্ধকতার জন্য স্কুলের পরিচালন কমিটির সঙ্গে ঝামেলা শুরু হয় ৷ কমিটি জানায়, সজলবাবুর প্রতিবন্ধী সার্টিফিকেট জাল ৷ মিথ্যে কথা বলে চাকরি পেয়েছেন তিনি ৷ তাই স্কুলে ঢুকতে দেওয়া হবে না ৷ 2006 সালে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন সজলবাবু ৷ 2008 সালে হাইকোর্ট DI -কে জানায়, সজলবাবুকে ঢুকতে দেওয়া না হলে স্কুলের সমস্ত অনুদান বন্ধ করে দেওয়া হবে ৷ সেই ভয়ে ওই বছরই সজলকে স্কুলে ঢুকতে দেয় পরিচালন কমিটি ৷ কিছুদিন পর থেকে ফের স্কুল কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা শুরু হয় ৷ তারা জানায়, মামলা না তুললে স্কুলে ঢুকতে দেওয়া হবে না সজলবাবুকে ৷ ফলে ফের স্কুলে ঢোকা বন্ধ হয়ে যায় সজলের ৷