কলকাতা, 20 জানুয়ারি : শিক্ষক বদলির ক্ষেত্রে এবার বয়স ও স্কুল থেকে বাড়ির দূরত্ব অন্যতম বিবেচ্য বিষয় হিসেবে ধরা হবে (Teacher Transfer Amendment)। গেজেটের মাধ্যমে রাজ্য স্কুলশিক্ষা দফতর বুধবার এমনই জানিয়েছে। দূরত্বের ক্ষেত্রে যদি কোনও শিক্ষক বা শিক্ষিকার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 200 থেকে 500 কিমির মধ্যে হয় তবে তিনি আবেদনের ক্ষেত্রে পাবেন 3 নম্বর। পাশাপাশি 500 কিমির বেশি হলে তিনি পাবেন 5 নম্বর।
বয়সের ক্ষেত্রে যদি কোনও শিক্ষকের বয়স 40 বছর হয় তবে বদলির আবেদনে তিনি পাবেন 1 নম্বর। 41-50 বছরের মধ্যে বয়স হলে তিনি পাবেন 2 নম্বর। 51 বছর বা তার বেশি হলে তিনি পাবেন 3 নম্বর। গেজেট অনুসারে যদি কোনও স্কুলে কোনও বিষয় শুধুমাত্র একজন শিক্ষক থাকেন সেক্ষেত্রে সেই 'সিঙ্গল টিচার' বদলির আবেদন করলে প্রধান শিক্ষক বা পরিচালন সমিতি আটকাতে পারবে না।