কলকাতা, 26 জুলাই:ধরুন ট্রেনের অপেক্ষায় রয়েছেন বা মেট্রো থেকে নেমে চা-খাওয়ার ইচ্ছে হচ্ছে ৷ এবার সেই ইচ্ছেও পূরণ হবে মেট্রোযাত্রীদের ৷ তেমনই উদ্যোগ নিল মেট্রো কর্তৃপক্ষ ৷ স্টেশন চত্বর থেকে বেরিয়ে না-এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়েই চা-এ চমুক দিতে পারবেন যাত্রীরা। এদিন ময়দান স্টেশনে উদ্বোধন করা হল চায়ের স্টল (Tea Stall Started at Metro Station)।
এটিই প্রথম। এরপর যাত্রীদের মধ্যে কতটা সফলতা পাবে তা দেখেই ধাপে ধাপে বাকি 25টি স্টেশনে এই দোকান দেওয়া হবে। ভবিষ্যতে এই উদ্যোগ নেওয়া হতে পারে ইস্ট ওয়েস্ট মেট্রো স্টেশনগুলির ক্ষেত্রেও। মুম্বইয়ের এক বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে নর্থ সাউথ মেট্রো নেটওয়ার্কের স্টেশনগুলিতে বসানো হচ্ছে এই চায়ের দোকান। শুধু চা-ই নয় এখানে পাওয়া যাবে কফিও। পাশপাশি এই দোকানে বিভিন্ন স্বাদের দুধও পাওয়া যাবে। এখানে টি-ব্যাগের ব্যবস্থাও থাকবে। খেয়ে ভালো লাগলে যাত্রীরা টি ব্যাগ এবং চা পাতাও কিনতে পারবেন এই স্টল থেকেই।