কলকাতা, 26 জুলাই: বাড়ির সামনেই ছিল চিৎপুর ট্রাম লাইন। প্রতিদিন যেত ট্রাম। বেশ কয়েক বছর হল শুধু লাইনটাই রয়েছে কিন্তু ট্রামের দেখা নেই। শুধু চিৎপুর নয় কলকাতার প্রায় সিংহভাগ ট্রাম রুট এখন বন্ধ। আর প্রায় অবলুপ্তির মুখে দাঁড়িয়ে থাকা পরিবেশ বান্ধব ট্রামের স্মৃতি অমলিন রাখতেই কুমোরটুলির ভিতর ট্রামের আস্ত কামরার আদলে চায়ের দোকান তৈরি করেছেন দোকানদার (Tea Stall Made like Tram in Kumartuli)।
মদনদার চায়ের দোকান হিসেবে পরিচিত। তবে ট্রামের আদলে সাজানোর পর থেকে আশপাশের তো বটেই কলকাতার নানা প্রান্তে থেকে লোকজন আসেন এই দোকানের চায়ে চুমুক দিতে। দোকান মদন বাবুর নামে হলেও হাল কিন্তু তাঁর স্ত্রীর হাতে। কুমোরটুলির সরু পিচ রাস্তায় খানিকটা হেঁটে ঢুকলেই বিখ্যাত শিল্পী নেপাল পালের স্টুডিও। আর তার ঠিক উলটো দিকেই এই দোকান। হলুদ-সবুজ রঙের মোটা টিনের পাতে তৈরি। দূর থেকে দেখলে মনে হবে একটা ট্রাম দাঁড়িয়ে রয়েছে। দোকানে জায়গা খুবই কম। থাকে-থাকে সাজানো নানা নকশার মাটির ভাঁড় পাশে রয়েছে কাগজের কাপও।