পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ট্যাক্সি চালকের মানবিক মুখ, কোরোনা সন্দেহ ব্যক্তিকে নিয়ে বেলেঘাটা দৌড়ালেন ওসমান

ট্যাক্সিতে উঠিয়ে বেলেঘাটা ID চলল ওসমান । পিছনে দুই কোরোনা উপসর্গের ব্যক্তি ।

বেলেঘাটা দৌড়ালেন ওসমান
বেলেঘাটা দৌড়ালেন ওসমান

By

Published : Mar 22, 2020, 1:15 PM IST

Updated : Mar 22, 2020, 7:11 PM IST

কলকাতা, 22 মার্চ : ব্যস্ত কলকাতার আজ নীরব প্রতিবাদ । প্রতিবাদ মারণ রোগ কোরোনা ভাইরাসের বিরুদ্ধে । সচেতনতা বৃদ্ধি এই লড়াইয়ের অঙ্গ । ব্যস্ত শহর আজ ইচ্ছাকৃতভাবে নীরব । বলা হয় কলকাতা জেগে থাকে । বিরোধিতার মুখের আড়ালে একটি মানবিক মুখ রয়েছে এই শহরের এবং তা ফের প্রমাণিত ।

শিয়ালদা ট্যাক্সি স্ট্যান্ডে প্রতিদিনের মতো রবিবার গাড়ি দাঁড় করিয়েছিল ওসমান । উদ্দেশ্য যদি মেলে কোনও প্যাসেঞ্জার । সকালের দিকে বেশ কয়েকজন সওয়ারি হয়েছে ওর । ট্যাক্সিতে । কিন্তু তাদের মধ্যে দু'জনের ট্যাক্সি চড়ার প্রয়োজনীয়তা ছিল ভিন্ন ।

কেরালা থেকে কলকাতায় ফিরেছেন এক জন। আরেকজন মুম্বই থেকে এই শহরে । গ্রামের বাড়িতে ফিরে যাবেন এটাই উদ্দেশ্য । সেই মতো ট্রেন ধরতে প্ল্যাটফর্মে প্রবেশ করেছিলেন । কিন্তু গ্রামের লোকেরা তাঁদের ফোন করে বলেছেন বেলেঘাটা ID হাসপাতালের ফিট সার্টিফিকেট হাতে থাকলে প্রবেশাধিকার মিলবে । অতএব দুই জন ওসমানের দ্বারস্থ । কালক্ষেপ করেনি ওসমান । দ্রুত পৌঁছে দিয়েছে তাঁদের । নিজের মুখে মাস্ক নেই । সওয়ারি কোরোনা ভাইরাসের সন্দেহভাজন । তবুও ওসমানের গাড়ি গন্তব্যের দিকে ছুটে চলে । মানবিক তিলোত্তমার মুখ জনতার কারফিউয়ের দিনে ।

Last Updated : Mar 22, 2020, 7:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details