কলকাতা, 25 জুলাই : আগামী মাসে রাজ্যজুড়ে 72 ঘণ্টার ট্যাক্সি ধর্মঘটের ডাক দিল সবকটি ট্যাক্সি অ্যাসোসিয়েশন ৷ পথে নামবে না প্রায় 27,000 ট্যাক্সি ৷ পেট্রল, ডিজ়েল ও পেট্রোলিয়ামজাত পণ্যের উপর উপর সেস প্রত্যাহার, ইনসুরেন্সের টাকা বৃদ্ধি, পুলিশি অত্যাচার বন্ধ ও আরও বেশ কয়েকটি দাবি নিয়ে বন্ধের ডাক দিয়েছে তারা ৷
6 অগাস্ট ভোর 6টা থেকে 9 অগাস্ট ভোর 6টা পর্যন্ত চলবে ধর্মঘট ৷ এই ধর্মঘটে সামিল হয়েছে রাজ্যের সবকটি ট্যাক্সি অ্যাসোসিয়েশন৷ যেসব ট্যাক্সি অ্যাসোসিয়েশন এই ধর্মঘটে যোগ দিয়েছে তার মধ্যে রয়েছে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন, ক্যালকাটা ট্যাক্সি অ্যাসোসিয়েশন, প্রোগ্রেসিভ ট্যাক্সি অ্যাসোসিয়েশন , ওয়েস্টবেঙ্গল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ৷ পাশাপাশি লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশন , ট্রাক ও বাস অ্যাসোসিয়েশনও এই ধর্মঘটকে নৈতিক সমর্থন জানিয়েছে । তাদের বক্তব্য, নানা দাবি নিয়ে অনেকদিন ধরেই সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেও তাতে সফল হয়নি ৷ তাই আগামী মাসে পথে নামবে সব ইউনিয়নগুলি ৷
আরও পড়ুন : ট্য়াক্সি ও বাসের ভাড়া বাড়ানোর দাবি 6টি সংগঠনের