কলকাতা, 29 জুলাই : নিশ্চিন্তে শরীরের কোথাও ট্যাটু করাচ্ছেন? ট্যাটু কিন্তু ডেকে আনতে পারে বিপদ । কেন? কারণ, এর জন্য লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে । শুধুমাত্র তাই নয় । লিভারে ক্যানসার, এমন কী মৃত্যু পর্যন্ত হতে পারে । চিকিৎসকরা বলছেন, এধরনের বিভিন্ন বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য সচেতন হওয়া এখনই দরকার । তবে, শুধুমাত্র ট্যাটু নয় । সেলুনে দাড়ি কাটা, কোনও ইনজেকশন নেওয়া বা অপারেশন । সব ক্ষেত্রেই থেকে যায় এমন বিপদের সম্ভাবনা ।
কী ভাবে ঘটতে পারে এমন বিপদ?
হেপাটাইটিস B-এর সংক্রমণ । রক্ত এবং বডি ফ্লুইডের মাধ্যমে হেপাটাইটিস B এবং C-র সংক্রমণ ছড়িয়ে পড়ে । যা সিরোসিস অফ লিভার এবং ক্যানসারের কারণ হতে পারে । এ কথা জানিয়ে নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক প্রান্তর চক্রবর্তী বলেন, "HIV সংক্রমণের জন্য যতটা রক্তের প্রয়োজন হয়, তার হাজার গুণেরও কম রক্তের প্রয়োজন হয় হেপাটাইটিস B সংক্রমণের জন্য । যত কাছের সম্পর্কই হোক না কেন, একজনের ব্যবহার করা ব্লেড বা সুচ যদি চামড়ার সংস্পর্শে এসে থাকে, অন্য জন যাতে এই ব্লেড বা সুচ ব্যবহার না করেন, তার জন্য সচেতন হতে হবে । তাছাড়াও দাড়ি কাটার সময় চোখে দেখতে না পাওয়া গেলেও অনেক সময় রক্তক্ষরণ হয় । তা থেকেও সংক্রমণ ছড়াতে পারে । সেই জন্য আমাদের সচেতন হওয়া ছাড়া অন্য কোনও উপায় নেই ।" একই কথা বলেন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক দেবাশিস দাসও । তাঁর মতে, "রক্ত এবং বডি ফ্লুইডের মাধ্যমে যেহেতু হেপাটাইটিস B এবং C ছড়িয়ে পড়ে, সেজন্য এর ভাইরাস পার্টনার বা ম্যারেড কাপলের একজনের থেকে অন্যজনের শরীরে ছড়াতে পারে । যৌন সম্পর্কের মাধ্যমে ছড়াতে পারে । এছাড়াও কারোর অস্ত্রোপচার জীবাণুমুক্ত পরিবেশে না হলে হেপাটাইটিস B এবং C ছড়াতে পারে । অপারেশনের পাশাপাশি ইনজেকশন নেওয়ার সময় বিষয়টিও গুরুত্বপূর্ণ ।"
জল বা খাবারের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে হেপাটাইটিস A ও E
হেপাটাইটিস B ও C -র মতোই এই দুই ক্ষেত্রেও সংক্রমণ একই রকম ভাবে হয় । তবে, এই দুই ধরনের হেপাটাইটিস সাধারণত ক্রনিক অবস্থায় পৌঁছায় না । এবিষয়ে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক দেবাশিস দাস বলেন, "হেপাটাইটিস A ও E জলবাহিত । এক্ষেত্রে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় । "