পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tathagata Roy on BJP: ‘‘নিচুতলার কর্মীরা তৃণমূলের হয়ে কাজ করছে’’, বিস্ফোরক টুইট তথাগত'র - Tathagata Roy on BJP

বিজেপির নিচুতলার বহু কর্মী তৃণমূলের হয়ে কাজ করছে ৷ আজ এক বিজেপি সমর্থকের বক্তব্যকে তুলে ধরে এমনই অভিযোগ করলেন তথাগত রায় (Tathagata Roys Tweet on Cause of BJPs Failure) ৷ সেখানে অভিযোগ করা হয়েছে, প্রশান্ত কিশোরের সংস্থার তরফে বেতন দিয়ে এমনই অনেককে বিজেপিতে ঢোকানো হয়েছে (BJPs Failure in Assembly Election) ৷

Tathagata Roys Tweet on Cause of BJPs Failure
‘‘নিচুতলার কর্মীরা তৃণমূলের হয়ে কাজ করছে’’, বিস্ফোরক টুইট তথাগতর

By

Published : Nov 30, 2021, 12:52 PM IST

কলকাতা, 30 নভেম্বর : রাজ্য বিজেপি থেকে আপাতত দূরে থাকার কথা বললেও, তথাগত রায় কাজে যে সেটা করতে পারছেন না ৷ তা আরও একবার স্পষ্ট হয়ে গেল তথাগতর টুইটার পোস্টে ৷ এক বিজেপি সমর্থকের কাছ থেকে পাওয়া তথ্য টুইটারে তুলে ধরলেন তিনি (Tathagata Roys Tweet on Cause of BJPs Failure) ৷ যেখানে দাবি করা হয়েছে, বিজেপির নিচুতলায় বহু কর্মী রয়েছেন ৷ যাঁরা আসলে তৃণমূলের বেতনভুক ৷ ভোট কৌশলী প্রশান্ত কিশোর তাঁদের বেতন দেন, বিজেপিতে থেকে তৃণমূলের হয়ে কাজ করার জন্য ৷

বিধানসভা ভোটে তৃণমূলের বিরুদ্ধে ভরাডুবির পর রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বকে বিভিন্নভাবে আক্রমণ করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায় (Tathagata Roy on BJP) ৷ এমনকি দিলীপ ঘোষ-সহ রাজ্য বিজেপির বহু শীর্ষনেতাকে সরাসরি আক্রমণও করেছেন তথাগত ৷ বারবার অভিযোগ করেছিলেন, দলের মধ্যে বহু বেনোজল ঢুকেছে (BJPs Failure in Assembly Election) ৷ এবার তাঁর সেই দাবির স্বপক্ষে এক বিজেপি সমর্থকের কাছ থেকে পাওয়া তথ্য তুলে ধরলেন তিনি ৷ অন্তত এমনটাই জানিয়েছেন তথাগত রায় ৷

আরও পড়ুন : Tathagata Roy : আপাতত বঙ্গ বিজেপি বিদায়, তথাগতর টুইট ঘিরে ধোঁয়াশা, পাল্টা কটাক্ষ কুণালের

ওই টুইটে তথাগত রায় লিখেছেন, ‘‘একজন বিজেপি সমর্থকের কাছ থেকে পাওয়া ৷’’ এর পরেই সরাসরি সেই বক্তব্য তুলে ধরেছেন তথাগত ৷ যেখানে লেখা, ‘‘স্যার আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা জানি না ৷ আমাদের এখানে পাশের গ্রামের একজন আমাকে বলছিল 2021 বিধানসভা ভোটের আগে PK’র টিম অনেকেই ফোন করছিল ৷ আমাদের এখানকার একজন শিক্ষিত যুবককে ফোন করেছিল ৷ আমাদের পাশের গ্রামে বাড়ি ৷ তাঁকে ফোন করে বলছিল 13000 টাকা করে মাইনে দেবে, বিজেপিতে জয়েন করে তৃণমূলের হয়ে কাজ করার জন্য ৷ তাই আমার মনে হয় বিজেপিতে এখনও নিচের তলায় এ রকম অনেক PK’র মাইনে দেওয়া কর্মী আছে ৷ যতদিন না এদের চিহ্নিত করা যাবে, বিজেপিকে জেতানো খুবই অসম্ভব ৷’’

আরও পড়ুন : Tathagata Roy : চালচলনে বদল না হলে বিলুপ্তি অবশ্যম্ভাবী, ফের তথাগতর নিশানায় বঙ্গ-বিজেপি

তথাগত এই টুইট রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকেও ট্যাগ করেছেন ৷ তবে, এটাই প্রথম নয় ৷ এর আগে বিজেপির বিপর্যয় নিয়ে একাধিক কারণকে তুলে ধরেছিলেন তথাগত ৷ যেখানে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে সরাসরি মহিলা সঙ্গের অভিযোগ করেন তিনি ৷ আবার কখনও ভোটের আগে লাগামহীনভাবে তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের বিষয় নিয়েও শীর্ষ নেতৃত্বকে নিশানা করেছিলেন তথাগত ৷ এবার সেই তালিকায় যোগ হল বিজেপির নিচুতলার বহু কর্মী তৃণমূলের হয়ে কাজ করছে ৷

ABOUT THE AUTHOR

...view details