কলকাতা, 23 নভেম্বর: দিন কয়েক আগেই ‘বিদায়’ জানিয়েছিলেন বঙ্গ বিজেপিকে (West Bengal BJP) ৷ তাই বলে বঙ্গ বিজেপির সমালোচনা থেকে আপাতত বিরত থাকার কোনও ইঙ্গিতই দিচ্ছেন না মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় (Meghalaya Governor Tathagata Roy) ৷ ত্রিপুরার (Tripura Political Tension) প্রসঙ্গ টেনে এবার রাজ্য নেতৃত্বকে খোঁচা দিলেন তিনি ৷ তাঁর সাফ বক্তব্য, ত্রিপুরায় একজন কর্মীও মারা যায়নি তৃণমূলের ৷ অথচ তা নিয়ে বিস্তর হাঁকডাক চলছে ৷ কিন্তু বাংলায় 123 জন কর্মী মারা (BJP Workers' Death in Bengal) গেলেও, তার গুরুত্বই উপলব্ধি করতে পারেননি দলের রাজ্য নেতৃত্ব ৷
যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষের গ্রেফতারি (Saayoni Ghosh's Arrest), দলের কর্মীদের উপর দফায় দফায় হামলার অভিযোগ ঘিরে এই মুহূর্তে উত্তাল ত্রিপুরার রাজনীতি ৷ সোমবার রাতেও সেখানে এক তৃণমূল নেতার বাড়িতে গুলি চলেছে বলে অভিযোগ সামনে এসেছে ৷ এমন পরিস্থিতিতে ত্রিপুরায় বিপ্লব দেব সরকারের (Biplab Deb Government) বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব ৷ দিল্লিতেও তার আঁচ কার্যত বয়ে নিয়ে গিয়েছেন তাঁরা ৷
আরও পড়ুন:TMC delegation meets Amit Shah : ত্রিপুরায় হিংসা বন্ধের আশ্বাস দিয়েছেন শাহ , দাবি তৃণমূলের