কলকাতা, 29 এপ্রিল:বহিরাগত ইস্যুকে হাতিয়ার করে আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাক্যবাণে বিদ্ধ করলেন প্রাক্তন রাজ্যপাল ও বিজেপি নেতা তথাগত রায় ৷ সম্প্রতি নবান্নে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই বৈঠককে নিশানা করে তোপ দাগলেন তথাগত রায় ৷ শনিবার সকালে ফেসবুক পোস্টে প্রাক্তন রাজ্যপালের কটাক্ষ, "বহিরাগতদের নিয়ে তো মাননীয়ার দোষারোপের ক্ষান্তি নেই, কিন্তু নীতীশ কুমার তো কলকাতা ঘুরে গেলেন! মাননীয়া ও তিনি আলোচনা করলেন, কী করে মোদিকে গদিচ্যুত করা যায় ৷ সেদিন এই বহিরাগত সমস্যা নিয়ে নীতীশের কাছে নালিশ করেছিলেন তো?"
এর পাশাপাশি কালিয়াগঞ্জের ঘটনা নিয়েও কটাক্ষ করেন তথাগত ৷ এনিয়ে তিনি লেখেন, "আমি বহুদিন ধরে বলে আসছি, মমতা সিপিএম-এর মেধাবী ছাত্রী। পাড়ার কমরেডের কোষ্ঠকাঠিন্য হলেও সিপিএম যেমন তার মধ্যে মার্কিন সাম্রাজ্যবাদী চক্রান্ত দেখতে পায়, ঠিক তেমনি কালিয়াগঞ্জের কিশোরীর ধর্ষণ-খুন ও মালদায় বন্দুক নিয়ে পণবন্দি করার চেষ্টায় মমতা 'দিল্লির চক্রান্ত' দেখতে পেয়েছেন।