পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tathagata Roy: কেন একের পর এক টুইট-বাণ ? 'বলতেই হল' তথাগতকে - রাজ্যের উপনির্বাচন

রাজ্য উপনির্বাচনে (Bengal Bypoll) হারের পর বাধ্য হয়েই প্রকাশ্যে বিজেপি নেতাদের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি ৷ টুইটে এমনই দাবি করলেন বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)৷

Tathagata Roy attacks bjp leaders again blaming them for Bypoll defeat
বাধ্য হয়েই প্রকাশ্যে বিজেপি নেতাদের বিরুদ্ধে তোপ, ফের টুইট-বাণ তথাগতর

By

Published : Nov 3, 2021, 2:14 PM IST

Updated : Nov 3, 2021, 3:30 PM IST

কলকাতা, 3 নভেম্বর: রাজ্যের উপনির্বাচনে (Bengal Bypoll) বিজেপির ভরাডুবির জন্য আবারও দলীয় নেতৃত্বকেই দায়ী করলেন প্রবীণ বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)৷ প্রকাশ্যে দলবিরোধী মন্তব্য করার জন্য কোনও সাফাই দেননি তিনি ৷ বরং উল্টে কোনও রকম রাখঢাক না-করে তিনি বলেছেন, তিনি প্রকাশ্যে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে বলতে বাধ্য হয়েছেন ৷

গতকালের পর আজও বিস্ফোরক টুইট করেছেন তথাগত রায় ৷ তিনি লিখেছেন, "আমি প্রকাশ্যে বিজেপি নেতাদের নিন্দা করেছি বলে কেউ কেউ মর্মাহত হয়েছেন । শুনে নিন । নির্বাচনের আগে প্রকাশ্যে একটি কথাও বলিনি । দলের ভিতরে বলেছি । কিন্তু নির্বাচনে ভরাডুবি হওয়ার পরে যখন দেখা গেল কোনও বিশ্লেষণের চেষ্টা নেই, উল্টে '3 থেকে 77' বলে নিজেদের পিঠ চাপড়ানো হচ্ছে, তখন বলতেই হল ।"

এখানেই না-থেমে দিলীপ ঘোষের 'বারমুডা' মন্তব্য নিয়েও খোলাখুলি ক্ষোভপ্রকাশ করেছেন তথাগত রায় ৷ রাজ্যে বিজেপি নেতাদের নানা মন্তব্যই দলের ক্ষতি ডেকে এনেছে বলে মত তাঁর ৷ এ ব্যাপারে টুইটে তিনি লিখেছেন, "সুর করে দিদি-দিদি ডাকায় যা ক্ষতি হয়েছে, তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়েছে মমতাকে বারমুডা পরতে বলায়, কারণ এর মধ্যে অশ্লীল ইঙ্গিত আছে । 'বারমুডা' কথাটা বোধ হয় নতুন শেখা হয়েছিল । নিচু স্তরের মাস্তানির সুরে 'পুঁতে দেব', 'শবদেহের লাইন লাগিয়ে দেব', এই সব কথাতেও প্রভূত ক্ষতি হয়েছে ।"

আরও পড়ুন:Tathagata Roy: উপনির্বাচনে ভরাডুবিতে বিজেপি নেতাদের তুলোধনা তথাগতর

চারটি আসনে উপনির্বাচনের মধ্যে তিনটি আসনেই বিজেপির জামানত বাজেয়াপ্ত হয়েছে ৷ একে কটাক্ষ করে তথাগত লিখেছেন, "4টির মধ্যে তিনটিতেই বিজেপির জামানত বাজেয়াপ্ত হয়েছে ৷ যাদের 2021 সালের সরকার গঠনের সম্ভাবনা ছিল ৷ পশ্চিমবঙ্গকে তৃণমূলের হাতে তুলে দিয়ে শুধু পশ্চিমবঙ্গে বিজেপিই ধ্বংসপ্রাপ্ত হয়নি, বাঙালি হিন্দুরাও জনতা হিসেবে ধ্বংস হয়ে গিয়েছে । তিনটি কেন্দ্রেই তারা নিচের দিকে নামছে, যেখান থেকে তারা আর ফিরে আসবে না ৷"

আরও পড়ুন:Abhishek Banerjee: উপনির্বাচনে ধুলিসাৎ বিজেপিকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে কটাক্ষ অভিষেকের

মঙ্গলবার উপনির্বাচনের ফলপ্রকাশের পরই টুইটে দিলীপ ঘোষ-সহ বিজেপির রাজ্য নেতৃত্বকে তীব্র আক্রমণ করেছিলেন তথাগত রায় ৷ প্রার্থী নির্বাচন ও দল পরিচালনা নিয়ে প্রশ্ন তুলে তিনি লিখেছিলেন, "দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল । গলবস্ত্র হয়ে তাদের এনেছিল । যারা আদর্শের জন্য বিজেপি করত তাদের বলা হয়েছিল, এত বছর ধরে কি করেছেন, ছিঁ..ছেন ? আমরা আঠারোটা সিট এনেছি । জুলিয়াস সিজারের মতো Vini Vidi Vici । এখন ভাঁড়ামো করলে হবে ? আজকে বিজেপির শোচনীয় পরিণতি এই সবের জন্যই ।"

আরও পড়ুন:Mamata Banerjee : চার আসনের উপনির্বাচনে মানুষের জয়, টুইট মমতার

Last Updated : Nov 3, 2021, 3:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details