পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Singur NANO Car Plant case: ন্যানো ক্ষতিপূরণ! টাটাকে প্রায় 766 কোটি টাকা দিতে হবে মমতা সরকারকে - Tata Motors wins arbitral proceedings

টাটা মোটরস-এর তরফে সোমবার জানানো হয়েছে আরবিট্রাল ট্রাইব্যুনাল পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমকে 2008 সালে সিঙ্গুরে টাটা'র সাইটে জমি সংক্রান্ত বিরোধের কারণে ক্ষতির জন্য কোম্পানিকে প্রায় 766 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2023, 8:24 PM IST

Updated : Oct 30, 2023, 9:29 PM IST

কলকাতা, 30 অক্টোবর: 765.78 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে টাটা মোটরসকে ৷ আর এই ক্ষতিপূরণ দেবে পশ্চিমবঙ্গ সরকার। সিঙ্গুরে ন্যানো কারখানা বন্ধের প্রেক্ষিতে তিন সদস্যের আরবিট্রাল ট্রাইব্যুনাল সোমবার এমনই নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে খোদ টাটা মটরস কর্তৃপক্ষ ৷ সংস্থার তরফে বিজ্ঞপ্তি দিয়ে দাবি করা হয়েছে, 2016 সালের সেপ্টেম্বর মাস থেকে 11 শতাংশ হারে রাজ্য সরকারকে সুদও দিতে হবে।

টাটা মোটরস-এর তরফে সোমবার জানানো হয়েছে আরবিট্রাল ট্রাইব্যুনাল পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমকে 2008 সালে সিঙ্গুরে টাটা'র সাইটে জমি সংক্রান্ত বিরোধের কারণে ক্ষতির জন্য কোম্পানিকে প্রায় 766 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত, জমি দ্বন্দ্বের জেরে টাটা মোটরসকে সিঙ্গুর থেকে 2008 সালের অক্টোবরে গুজরাতের সানন্দে ন্যানো গাড়ি প্ল্যান্ট স্থানান্তরিত করতে হয়েছিল। কিন্তু সেই সময়ের মধ্যে টাটা সিঙ্গুরে এক হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছিল বলে দাবি সংস্থার।

তিন সদস্যের আরবিট্রাল ট্রাইব্যুনাল এদিন সেই সংক্রান্ত মামলার রায়ে জানিয়েছে, ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের (ডব্লিউবিআইডিসি) কাছ থেকে বছরে 11 শতাংশ সুদ-সহ মোট 765.78 কোটি টাকা আদায় করার অধিকারী টাটা মোটরস।

আরও পড়ুন: টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে, দাবি মমতার

কৃষিজমি জোর করে অধিগ্রহণের অভিযোগে তৎকালীন রাজ্যের বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ-প্রতিরোধের পর টাটা মোটরস 2008 সালে 'ন্যানো' গাড়ি কারখানা সিঙ্গুর থেকে সরিয়ে গুজরাতে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করে। সংস্থার তরফে জানানো হয়েছে, "টাটা মোটরস লিমিটেড (টিএমএল) এবং ডব্লিউবিআইডিসি-এর মধ্যে মামলার নিষ্পত্তি হয়েছে ৷ তিন আরব্রিটাল ট্রাইব্যুনালের সামনে মুলতুবি থাকা কার্যক্রম এখন অবশেষে নিষ্পত্তি করা হয়েছে। 30 অক্টোবর 2023 তারিখে টাটা মোটরস শিল্পোন্নয়ন নিগম থেকে 765.78 কোটি টাকা এবং সঙ্গে সুদ আদায় করতে পারবে ৷" (পিটিআই)

আরও পড়ুন: তৃণমূলের জয়ের একাদশ বর্ষপূর্তির আগে রতন টাটার ন্যানো-স্মৃতিচারণের নিশানায় কি মমতা ?

Last Updated : Oct 30, 2023, 9:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details