কলকাতা, 30 অক্টোবর: 765.78 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে টাটা মোটরসকে ৷ আর এই ক্ষতিপূরণ দেবে পশ্চিমবঙ্গ সরকার। সিঙ্গুরে ন্যানো কারখানা বন্ধের প্রেক্ষিতে তিন সদস্যের আরবিট্রাল ট্রাইব্যুনাল সোমবার এমনই নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে খোদ টাটা মটরস কর্তৃপক্ষ ৷ সংস্থার তরফে বিজ্ঞপ্তি দিয়ে দাবি করা হয়েছে, 2016 সালের সেপ্টেম্বর মাস থেকে 11 শতাংশ হারে রাজ্য সরকারকে সুদও দিতে হবে।
টাটা মোটরস-এর তরফে সোমবার জানানো হয়েছে আরবিট্রাল ট্রাইব্যুনাল পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমকে 2008 সালে সিঙ্গুরে টাটা'র সাইটে জমি সংক্রান্ত বিরোধের কারণে ক্ষতির জন্য কোম্পানিকে প্রায় 766 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত, জমি দ্বন্দ্বের জেরে টাটা মোটরসকে সিঙ্গুর থেকে 2008 সালের অক্টোবরে গুজরাতের সানন্দে ন্যানো গাড়ি প্ল্যান্ট স্থানান্তরিত করতে হয়েছিল। কিন্তু সেই সময়ের মধ্যে টাটা সিঙ্গুরে এক হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছিল বলে দাবি সংস্থার।
তিন সদস্যের আরবিট্রাল ট্রাইব্যুনাল এদিন সেই সংক্রান্ত মামলার রায়ে জানিয়েছে, ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের (ডব্লিউবিআইডিসি) কাছ থেকে বছরে 11 শতাংশ সুদ-সহ মোট 765.78 কোটি টাকা আদায় করার অধিকারী টাটা মোটরস।