পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Taslima Nasreen: বাংলাদেশের হিংসা নিয়ে লিখে ফেসবুকে নিষিদ্ধ তসলিমা - বাংলাদেশের হিংসার খবর

বাংলাদেশের হিংসা (Bangladesh Violence) নিয়ে লিখে ফেসবুকে 7 দিনের জন্য নিষিদ্ধ (Facebook Account Banned) হলেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasreen)৷ টুইট করে নিজেই এ কথা জানিয়েছেন তিনি ৷

taslima-nasreen-alleges-her-facebook-account-banned-for-7-days-for-telling-truth
বাংলাদেশের হিংসা নিয়ে লিখে ফেসবুকে নিষিদ্ধ তসলিমা

By

Published : Nov 1, 2021, 3:18 PM IST

কলকাতা, 1 নভেম্বর :আবারও 7 দিনের জন্য ফেসবুকে নিষিদ্ধ (Facebook Account Banned) করা হল বিতর্কিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনকে (Taslima Nasreen) ৷ টুইট করে তিনি অভিযোগ করেছেন, বাংলাদেশের হিংসা (Bangladesh Violence) নিয়ে সত্যি কথা লেখার জন্য তাঁকে ব্যান করেছে ফেসবুক ৷

আজ সকালে টুইটে তসলিমা লিখেছেন, "হিন্দুরা হনুমানের উরুর উপর কোরান রেখেছেন, এই বিশ্বাসে মুসলিমরা বাংলাদেশি হিন্দুদের বাড়ি ও মন্দির ধ্বংস করল ৷ তবে যখন এটা জানা গেল যে সেই কাজ হিন্দুরা নয়, করেছে ইকবাল হোসেন, তখন মুসলিমরা নীরব থাকল ৷ আর ইকবালের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হল না - এটা লেখার জন্য ফেসবুক আমায় আবারও 7 দিনের জন্য নিষিদ্ধ বলে ঘোষণা করেছে ৷"

এই প্রথমবার নয়, এর আগেও তসলিমা নাসরিনের ফেসবুক অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে ৷ চলতি বছর গত 16 মার্চ 24 ঘণ্টার জন্য লেখিকাকে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করতে দেয়নি ফেসবুক ৷ টুইটে লেখিকা জানিয়েছিলেন, "ফেসবুক আমায় 24 ঘণ্টার জন্য নিষিদ্ধ করে দিয়েছে ৷ বাংলাদেশি হস্তশিল্প স্টোর আরঙের সিদ্ধান্ত পছন্দ করাটা আমার অপরাধ ছিল ৷ সেলসম্যানের চাকরি করতে এলেও আরঙের নিয়ম মেনে দাড়ি কাটতে না-চাওয়ায় এক জিহাদিকে কাজে রাখেনি আরঙ ৷ মুসলিমরা আরঙের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন ৷"

আরও পড়ুন:Sardar Udham Oscars: সর্দার উধমের অস্কার থেকে ছিটকে যাওয়ায় তোপ তসলিমার, বির্তক থেকে দূরে সুজিত

তার আগে, 2015 সালেও একবার তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল এই সোশ্যাল মিডিয়া কোম্পানি ৷ কোনও ইউজার 'হেট স্পিচ'-এর নীতি লঙ্ঘন করলে তাঁকে ব্যান করা হবে বলে জানিয়েছে ফেসবুক ৷

আরও পড়ুন: Aryan Khan: সিম্বা রিটার্নস ! আরিয়ান ঘরে ফেরায় সেলিব্রেশনের মুডে ভক্ত-সেলেবরা

আজ ভারতের সম্প্রীতির উদাহরণ তুলে ধরতে গিয়ে সলমন খান ও শাহরুখ খানের নাম করেছেন তসলিমা নাসরিন ৷ তিনি টুইটে লিখেছেন, "হিন্দুরা আজমের শরিফ দরগা, নিজামুদ্দিন দরগা ইত্যাদিতে প্রার্থনা করেন, সলমন খান গণেশ চতুর্থী সেলিব্রেট করেন এবং শাহরুখ খান সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দেন ৷ এটাই ভারত ৷"

আরও পড়ুন:Manas Bhunia : মমতার হাত ধরে গোয়ায় আমূল পরিবর্তন আসছে, মন্তব্য মানস ভুইঞাঁর

ABOUT THE AUTHOR

...view details